বিরিয়ানি, মুঠোফোনের কথা ভুলে যেতে হবে : যোগী
ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, তাঁর রাজ্যের কারাগারগুলোতে সাধারণ কয়েদিদের মতোই খাবার খেতে হবে মাফিয়া ডন ও খুদে মাস্তানদের। তাদের বিরিয়ানি খাওয়া ও মুঠোফোন ব্যবহারের কথা ভুলে যেতে হবে।
স্থানীয় সময় বুধবার রাতে রাজ্যের স্বরাষ্ট্র, নজরদারি ও কারা অধিদপ্তরের এক বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন আদিত্যনাথ।
উত্তর প্রদেশে বিভিন্ন অপরাধীর বিষয়ে স্থানীয় সরকারের ব্যবস্থা নিয়ে বিভিন্ন সময়ে গুরুতর কিছু অভিযোগ পাওয়া গেছে। বিশেষত, রাজনৈতিক যোগসূত্র থাকা রাজ্যটির কিছু বন্দির বিশেষ সুবিধা পাওয়ার খবর পাওয়া গেছে। কোনো কোনো বন্দি কারাগারে মুঠোফোন ব্যবহার করেছেন বলেও অভিযোগ ওঠেছে।
অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির (এসপি) সরকারের সময়কার এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গত মাসে ক্ষমতায় আসা যোগীর নেতৃত্বাধীন বিজেপি সরকার বুধবারের বৈঠকে প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি আভাস দিল।
এ বিষয়ে রাজ্য সরকারের একজন মুখপাত্র বলেন, বৈঠকে উত্তর প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী রাজ্যের কারাগারগুলোতে মোবাইল ফোন জ্যামার (মুঠোফোনে কথোপকথন বন্ধে এক ধরনের ডিভাইস) স্থাপনের নির্দেশ দেন। একই সঙ্গে কারা অধিদপ্তরের কোনো কর্মকর্তাকে অপরাধীদের কোনো ধরনের প্রশ্রয় না দেওয়ার নির্দেশ দেন তিনি।