একটি কাঁচামরিচের হাজার রুপি দাম নিতেন রাম রহিম!
যত দিন পার হচ্ছে, ততই অবাক করা নানা কাহিনী বেরিয়ে পড়ছে ভারতের স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম গুরমিত সিংয়ের। ধর্মীয় মোড়কের আড়ালে রাম রহিমের যৌন জীবন এখন সবারই জানা। ধর্ষণের অপরাধে ২০ বছরের জেলও খাটছেন তিনি। তবে যৌনাচার ছাড়াও এবার স্বঘোষিত রাম রহিমের ডেরার অবাক করা তথ্য সামনে এলো।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাবা রাম রহিম নাকি তাঁর ডেরা সাচ্চা সৌদায় বসে ভক্তদের কাছে চড়া দামে সবজি বিক্রি করতেন। চড়া দামে বাবা রাম রহিমের ডেরা থেকে সবজি কেনার জন্য রীতিমতো লাইনও ধরতেন তাঁর ভক্তরা।
জানা গেছে, রাম রহিমের ডেরা সাচ্চা সৌদাতে একটি কাঁচামরিচের দাম ছিল এক হাজার রুপি। ৫০০ গ্রাম মটরশুঁটি নাকি বিক্রি হতো এক লাখ রুপিতে! এখানেই শেষ নয়, বাবা রাম রহিমের ডেরাতে একটি পেঁপের দাম ছিল পাঁচ হাজার রুপি। এ ছাড়া দুটি টমেটো বিক্রি হতো দুই হাজার রুপিতে। ভক্তদের কাছে এগুলো বিক্রি করতেন রাম রহিমের একান্ত অনুগত অনুচরেরা।
মূলত ডেরায় উৎপন্ন এসব সবজিকে ‘ঈশ্বরের প্রসাদ’ বলে বেমালুম ভক্তদের হাতে তুলে দেওয়া হতো। ‘ঈশ্বরের প্রসাদ’ বলেই নাকি এসব সবজির ছিল অমন আকাশছোঁয়া দাম।