লাস ভেগাসে কনসার্টে গুলিতে নিহত ২০
যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০০ জন।
স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরে ম্যানডালে বে হোটেলে অনুষ্ঠিত একটি কনসার্টে এক বন্দুকধারী এ হামলা চালায়।
বিবিসির খবরে বলা হয়, হামলার পর শত শত মানুষকে ঘটনাস্থল ছেড়ে পালাতে দেখা যায়। এ সময় বারবার মেশিনগানের গুলির শব্দ শোনা যাচ্ছিল। আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানায়, হামলার সময় সন্দেহভাজন একজনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।
এদিকে, হামলার সময় অনেক বিমান নিরাপত্তার খাতিরে লাস ভেগাসে অবতরণ করেনি বলে জানিয়েছে বিবিসি।