লাস ভেগাসে হামলার দায় স্বীকার আইএসের!
যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ‘দায় স্বীকার করে’ বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গি সংগঠনটির দাবি, হামলাকারী স্টিফেন প্যাডক (৬৪) আইএসের যোদ্ধা ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এ খবর প্রকাশ করেছে।
এদিকে, পুলিশের বরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের কনসার্টে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার শতাধিক মানুষ। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছে পুলিশ।
হামলার পর লাস ভেগাসের মেট্রো পুলিশ শেরিফ জো লেম্বার্ডো জানিয়েছেন, লাস ভেগাসের স্থানীয় বাসিন্দা স্টিফেন প্যাডক মান্দালয় বে হোটেলের ৩২ তলায় কনসার্ট চলার সময়ে স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি শুরু করেন। এতে হতাহতের ঘটনা ঘটে। হামলার পর তিনি আত্মহত্যা করেন বলেও ধারণা করছে পুলিশ।
হামলার পরে আইএসের সংবাদমাধ্যম হিসেবে পরিচিত আমাক নিউজ এজেন্সি দাবি করে, লাস ভেগাসে হামলাকারী জঙ্গি সংগঠনটির যোদ্ধা ছিলেন। আমাক আরো জানায়, আইএসের ডাকে উদ্বুদ্ধ হয়ে হামলা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের ওই সেনা (স্টিফেন প্যাডক)। সংবাদমাধ্যমটি আরো দাবি করে, বন্দুকধারী প্যাডক বেশ কয়েক মাস আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে বিষয়টি প্যাডক গোপন রেখেছিলেন বলেও জানিয়েছে আমাক।
এদিকে, স্টিফেন প্যাডকের পরিবার ও আইএসের বক্তব্যের মধ্যে কোনো মিল নেই বলে জানিয়েছে লাস ভেগাস পুলিশ। এর আগে পুলিশ জানিয়েছিল, হামলাকারী লাস ভেগাসেরই বাসিন্দা। প্রায় এক ঘণ্টা এলোপাতাড়ি গুলি ছোড়ার একপর্যায়ে পুলিশ তাঁকে গুলি করে হত্যা করে। তবে প্রাথমিকভাবে এর বেশি কিছু তারা জানায়নি।