জিমি কার্টার ক্যানসারে আক্রান্ত
ক্যানসারে ভুগছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। সম্প্রতি যকৃতে অস্ত্রোপচার করার সময় তার এই ক্যানসার ধরে পড়েছে এবং তা শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। কার্টার নিজেই এ তথ্য জানিয়েছেন।
চলতি মাসের শুরুতে ৯০ বছর বয়সী জিমি কার্টারের যকৃতে অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছোট পিণ্ড অপসারণ করা হয়। তিনি বলেন, সম্ভবত আগামী সপ্তাহে এ ব্যাপারে আরো তথ্য জানা যাবে। আটলান্টায় এমোরি হেলথকেয়ারে চিকিৎসা নিতে যাচ্ছেন কার্টার।
গতকাল বুধবার এক বিবৃতির মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জিমি কার্টারের পূর্ণাঙ্গ ও দ্রুত সুস্থতা কামনা করেছেন। এ ছাড়া তিনি জিমির সঙ্গে টেলিফোনেও কথা বলেছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।
১৯৮১ সালে হোয়াইট হাউস ছাড়ার পর তিনি কার্টার সেন্টার প্রতিষ্ঠা করে মানবাধিকার ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
আন্তর্জাতিক সংঘাত বন্ধে শান্তিপূর্ণ সমাধান, মানবাধিকার ও গণতন্ত্রের জন্য পদক্ষেপ নেওয়ার জন্য তিনি ২০০২ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।