বাল ঠাকরের সামনে নতশির মোদি!
সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে এরই মধ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও এর মিত্র দল শিবসেনার মধ্যে ভাঙন দেখা দিয়েছে। একটি পোস্টারের কারণে সেই ভাঙন যেন আরো বেড়ে গেল।
টাইম অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আজ বুধবার প্রদর্শিত এই পোস্টারে প্রয়াত শিবসেনা প্রধান বাল ঠাকরের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেশ কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। তার মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে, বাল ঠাকরেকে মাথা নুইয়ে প্রণাম করছেন মোদি। পোস্টারটি মুম্বাইয়ে শিব সেনা ভবনের বিপরীতে লাগানো হয়েছিল। পরে অবশ্য তা তুলে ফেলা হয়।
এই বিতর্কের প্রতিক্রিয়ায় শিবসেনার নেতা রাজেন্দ্র রাউত বলেন, ‘আমরা শুধু আমাদের পুরনো দিন স্মরণের জন্যই এই পোস্টারগুলো লাগিয়েছিলাম। কোনো রাজনৈতিক নেতাকে অসম্মান জানানোর জন্য এটি করা হয়নি।’ দুই দলের মধ্যে মতভিন্নতার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আজ প্রত্যেকে শিবসেনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। সৈনিকদের ধারণা, এখানে কোনো জোট থাকা উচিত নয়। এই সিদ্ধান্ত আমি আমার নেতৃত্বের ওপর ছেড়ে দিয়েছি।’
এই পোস্টার প্রদর্শনে বিজেপি স্পষ্টভাবে বিরক্ত হয়েছে। বিজেপির গিরিশ ভায়াস বলেন, ‘শিবসেনা যদি ভাবে, আমরা বালা সাহেবের মতো উদ্ধবজি অথবা অদিত্যজিকেও শিক্ষা দেব। তাহলে ভুল করবে।’
গতকাল মঙ্গলবার ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি বিজেপি ও শিবসেনার মধ্যে উসকানিদাতাদের বিরুদ্ধে কঠিন বার্তা দিয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, “এই দুটি দলের ‘একই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড’-এর কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভারতের বিশ্বাসযোগত্যা হারাচ্ছে। দেশের কয়েকটি অংশে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড আকস্মিক বেড়ে চলছে। সব চিন্তাশীল মানুষ তাঁদের এই কর্মকাণ্ড থেকে দূরে রাখবেন।’
শিবসেনা ক্রিকেট নিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্কোয়ননের আলোচনা ভণ্ডুল করার লক্ষ্যে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কার্যালয় ভাঙচুরের একদিন পর অর্থমন্ত্রী এ সব কথা বলেন। গত সোমবার একটি পার্টিতে গো-মাংস পরিবেশনের জন্য জম্মু ও কাশ্মীরের সাংসদ প্রকৌশলী রশিদের মুখে কালি ছুড়ে মারে একটি কট্টর হিন্দুত্ববাদী দল।