প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মোদি
আজ বুধবার ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও ইন্ডিয়া) টুইটার পেজে দেওয়া এক বার্তায় মোদি এ ধন্যবাদ জ্ঞাপন করেন।
ওই বার্তায় শেখ হাসিনাকে দীপাবলির (কালী পূজা) শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গণমাধ্যম শাখার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হিন্দু ধর্মীয় উৎসব দীপাবলি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান। আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী টেলিফোন করে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ শুভেচ্ছা পৌঁছে দেন।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের জনগণকে দীপাবলির শুভেচ্ছা জানান। এ সময় দুই নেতা পারস্পরিক কুশলবিনিময় করেন।’
এর আগে আজ সকালে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সাংগঠনিক সম্পাদক অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করে বাংলাদেশ। ভারতের কয়েকটি গণমাধ্যম এ খবর প্রকাশ করে। এ নিয়ে শুরুতে বাংলাদেশের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া না হলেও পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন।
‘সন্ত্রাসবিরোধী লড়াইয়ে’ সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।