ফাঁসি কার্যকরে ‘গভীরভাবে বিচলিত’ পাকিস্তান
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকরে ‘নিন্দা ও উদ্বেগ’ জানিয়েছে পাকিস্তান। মৃত্যুদণ্ড কার্যকরের পরদিন আজ রোববার এক বিবৃতিতে পাকিস্তান জানিয়েছে, “১৯৭১ সালে পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে দেশটির বিরোধী দলের দুই নেতার ফাঁসি ‘উদ্বেগ ও কষ্টের’ বিষয়।”
দ্য হিন্দু জানিয়েছে, ফাঁসির রায় কার্যকরের বিষয়ে দেশেটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে আরো বলা হয়, ‘গভীর উদ্বেগের সঙ্গে আমরা দুঃখজনক এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা দেখেছি। এ ঘটনায় পাকিস্তান গভীরভাবে বিরক্ত।’
এ ছাড়া একাত্তরের যুদ্ধাপরাধের বিষয়ে বাংলাদেশের ‘ত্রুটিপূর্ণ বিচার’ আন্তর্জাতিক সম্প্রদায়কেও গভীরভাবে ব্যথিত করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে পাকিস্তান বলেছে, বাংলাদেশে ১৯৭৪ সালের ৯ এপ্রিল স্বাক্ষরিত বাংলাদেশ-ভারত-পাকিস্তান চুক্তির মনোভাবের ভিত্তিতে একটি মীমাংসা প্রয়োজন। ১৯৭১ সালের বিষয়গুলোকে পেছনে ফেলে এগিয়ে যাওয়াই এই চুক্তির উদ্দেশ্য ছিল।’
চুক্তিটি অনুসরণ করলে আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের ‘সম্প্রীতি ও সুনাম’ আরো বাড়ত বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।