আমির বিশ্বাসঘাতক : শিবসেনা
ধর্মীয় অসহিষ্ণুতার কারণে ভারত ছাড়ার কথা বলায় বলিউড অভিনেতা আমির খানকে বিশ্বাসঘাতক বলেছে দেশটির হিন্দুত্ববাদী দল শিবসেনা।
বিজেপি সরকারের অন্যতম শরিক দল শিবসেনার মুখপত্র ‘সামনা’র এক সম্পাদকীয়তে
‘রণছোড়দাস’ বলে কটাক্ষ করার পাশাপাশি আমিরকে বিশ্বাসঘাতক বলা হয়। আমিরের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এ তাঁর চরিত্রের নাম ছিল ‘রণছোড়দাস’।
সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘বলিউডের এই অভিনেতা (আমির খান) আজ বিশ্বাসঘাতকের মতো কথা বলছেন। এই দেশ (ভারত) ছেড়ে যাওয়ার কথা বলা মানেই বিশ্বাসঘাতকতা। এ ছাড়া আমিরের বলা উচিত, তিনি ঠিক কোন দেশে যেতে চাইছেন?’
আমির খানের প্রতি অর্জিত সব সম্মান ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘এত দিন ধরে এই দেশ যে গৌরব আপনাকে এনে দিয়েছে, তা ফেরত দিয়ে দিন।’
আমিরের দেশ ছাড়া প্রসঙ্গে আরো বলা হয়েছে, ‘শুধু আমিরই বলতে পারবেন, কেন তিনি এই দেশ ছাড়তে চাইছেন এবং কেন তিনি তাঁর স্ত্রীর কথার এতটা গুরুত্ব দিচ্ছেন?’
সামনাতে আমিরের জনপ্রিয় টিভি শো ‘সত্যমেব জয়তে’ প্রসঙ্গে বলা হয়েছে, যারা ভারতকে নিজের দেশ মনে করেন না, তাঁদের দেশপ্রেম এবং সত্যমেব জয়তের কথাই বলা উচিত নয়। তাঁকে আক্রমণ করে আরো বলা হয়, ভারতে যদি অসহিষ্ণুতা থাকে তাহলে আমিরের সিনেমার মুক্তি বিদেশে করা উচিত।
এর আগে আমির খানের এ মন্তব্য ‘আতঙ্ক সৃষ্টিকারী’ ও অন্যায্য বলেছে ভারত সরকার। সংখ্যালঘুবিষয়ক প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নাকভি বলেছেন, ‘ভারতে যাঁরা তাঁকে সম্মান দিয়েছেন, তাঁদের জন্য এ ধরনের মন্তব্য অপমানজনক।’
গত সোমবার নয়াদিল্লিতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমির খান বলেন, ‘আমি আতঙ্কিত। আমার স্ত্রী ভারতের বাইরে চলে যাওয়ার কথা বলছে। সে খুবই ভয় পেয়েছে। কী থেকে কী হয়,তা নিয়ে সংশয়ে রয়েছি আমরা সবাই। আমাদের ওপর যদি হামলা হয়?’