অস্ট্রেলিয়ায় দুদিনব্যাপী এনটিভি উৎসব শুরু হচ্ছে আজ
‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু হয়েছিল এনটিভির। বাংলা ভাষা ও সংস্কৃতিকে ধারণ করে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলটি বাংলাদেশের সীমানা পেরিয়ে কার্যক্রম শুরু করেছে বিদেশের মাটিতে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রথম আইএসও সনদপ্রাপ্ত টেলিভিশন চ্যানেল এনটিভি প্রসার লাভ করেছে অস্ট্রেলিয়ায়।
অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশিদের সম্মানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘এনটিভি উৎসব অস্ট্রেলিয়া ২০১৬’। আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া দুদিনব্যাপী উৎসবের প্রথমটি হচ্ছে সিডনিতে। আগামিকাল রোববার (১৪ ফেব্রুয়ারি) এনটিভি উৎসব হচ্ছে মেলবোর্নে। সিডনি ও মেলবোর্নে অনুষ্ঠেয় এই উৎসবের আয়োজক এনটিভি অস্ট্রেলিয়া। বিদেশের মাটিতে দেশের কোনো টেলিভিশন চ্যানেলের এত বড় অয়োজন বাংলাদেশের জন্য এটিই প্রথম।
সিডনি ও মেলবোর্নের এনটিভি উৎসব অস্ট্রেলিয়া ২০১৬-এর প্রধান অতিথি থাকছেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। এর আগেও তিনি দুবার অস্ট্রেলিয়ায় এনটিভির অনুষ্ঠানে অংশ নিয়ে একে প্রাণবন্ত করেছেন।
এবারের উৎসবকে সাজানো হয়েছে স্থানীয় এবং বহু সংস্কৃতির মিশ্রণে। সিডনি ও মেলবোর্নের অনুষ্ঠানে প্রথমেই থাকছে স্থানীয় শিল্পীদের একক ও যৌথ পরিবেশনা। এর পর থাকছে স্থানীয় সাংবাদিক, লেখক, কমিউনিটি ও রাজনৈতিক নেতাদের পুনর্মিলনী। এর পর এনটিভি অস্ট্রেলিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত সবার পরিচয় করিয়ে দেওয়া হবে। পরের আয়োজনে থাকছে মাল্টিকালচারাল শো। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ক্লোজআপ তারকা পুতুল ও পাওয়ার ভয়েস তারেক তুর্জর পরিবেশনা।
এনটিভি অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সিডনির রকডেল টাউন হলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকছেন অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম ও কমিউনিটির গুণীজনরা। অনুষ্ঠানে অতিথি হওয়ার কথা বাংলাদেশ হাইকমিশনসহ সরকারি ও বিদেশি বিভিন্ন সংগঠনের শীর্ষ কর্মকর্তাদের।
উৎসবের সর্বশেষ অবস্থা সম্পর্কে এনটিভি অস্ট্রেলিয়ার প্রধান কর্মকর্তা রাশেদ শ্রাবণ বলেন, প্রায় সব প্রস্তুতিই সম্পন্ন। অস্ট্রেলিয়াপ্রবাসীদের জন্য এনটিভি এবং এনটিভি অনলাইনের আগামী দিনের কার্যক্রমই হচ্ছে এবারের উৎসবের মূল প্রতিপ্রাদ্য।
অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি রেজাউল হক বলেন, একটি সুন্দর অনুষ্ঠানের অপেক্ষায় আছেন তিনি। দল-মত ভেদাভেদহীন একটি অনুষ্ঠান আশা করেন রেজাউল হক। এনটিভি অস্ট্রেলিয়াই একমাত্র প্রতিষ্ঠান, যা শুধু প্রবাসীদের জন্য প্রতিবছর আয়োজন করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। আর এসব অনুষ্ঠানে বিনামূল্যে অংশ নিতে পারেন প্রবাসী বাংলাদেশিরা।
এনটিভির উৎসবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
এনটিভি উৎসব অস্ট্রেলিয়া ২০১৬-এর শুভকামনা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। গত ১ ফেব্রুয়ারি এক বার্তায় প্রাধানমন্ত্রী এই আশা পোষণ করেন।
প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল তাঁর বার্তায় বলেন, স্বাধীনতা, আশা, সম্মান এবং ঐক্য ও সহনশীল জাতি তৈরির প্রতি দায়িত্বই অস্ট্রেলিয়ার সফলতার মূলে। এই বিষয়গুলো অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এনটিভির মতো মিডিয়া। একই সঙ্গে বিশ্ব ও নিজ সংস্কৃতির সঙ্গে বাংলাদেশিদের যুক্ত রেখেছে এনটিভি।
প্রধানমন্ত্রী টার্নবুল তাঁর বার্তায় এনটিভির সব দর্শক ও কর্মীকে ধন্যবাদ জানান এবং এনটিভি উৎসব অস্ট্রেলিয়া ২০১৬-এর শুভকামনা করেন। একই সঙ্গে তিনি এনটিভির আরো সাফল্য কামনা করেন।
অস্ট্রেলিয়ার বিরোধীদলীয় নেতা বিল শর্টেনের শুভেচ্ছাবার্তা
এনটিভি অস্ট্রেলিয়ার কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার বিরোধী দল ফেডারেল লেবার পার্টির নেতা বিল শর্টেন। তিনি বলেন, অস্ট্রেলিয়ায় কার্যালয় চালুর পর থেকেই এনটিভি অস্ট্রেলিয়া বহু সংস্কৃতিবাদ এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের চাহিদা মেটাতে কাজ করে আসছে।
বিল শর্টেন আরো বলেন, তাঁর দল অস্ট্রেলিয়ার ফেডারেল লেবার পার্টি দেশের অভিবাসীদের অবদানের কথা সব সময়ই মনে রেখেছে। তিনি নিজেও মনে করেন, অভিবাসনই অস্ট্রেলিয়াকে সমৃদ্ধ ও উন্নত দেশ হিসেবে গড়ে তুলেছে। বার্তায় বিল শর্টেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের শুভকামনা জানান।
অনুষ্ঠানের প্রবেশপত্র ‘ফ্রি’
অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশিদের জন্য এনটিভি উৎসব অস্ট্রেলিয়া ২০১৬-এর প্রবেশপত্র ‘ফ্রি’। এই প্রবেশপত্র পাওয়া যাচ্ছে australia.ntvbd.com এই ঠিকানায়।
প্রবেশপত্র সংগ্রহ প্রসঙ্গে এনটিভি অস্ট্রেলিয়ার প্রধান কর্মকর্তা রাশেদ শ্রাবণ বলেন, যাঁরা অনলাইনে টিকেট পাননি, তাঁরা অনুষ্ঠানের গেটে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে উপস্থিত থেকে প্রবেশপত্র নিতে পারবেন।