ভুল দিনে জন্মদিনের শুভেচ্ছা মোদির
সামাজিক যোগাযোগবান্ধব নেতা হিসেবে সুনাম আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কোনো রাষ্ট্রনেতার সাথে বৈঠকের খবর থেকে শুরু করে তাঁর অংশগ্রহণ করা কোনো ইভেন্টের খবর সবার আগে পাওয়া যায় তাঁর সামাজিক যোগাযোগের মাধ্যমে। এ ছাড়া বিশ্বনেতাসহ বিখ্যাতজনদের হামেশাই নিজের ফেসবুক ও টুইটারের মাধ্যমে শুভেচ্ছা জানান মোদি।
আর এই শুভেচ্ছা জানাতে গিয়েই এক কাণ্ড ঘটল গত শুক্রবার। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুক্রবার আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনিকে টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি। এতে তিনি গনির দীর্ঘজীবন, সুস্বাস্থ্য এবং আনন্দময় আগামীর প্রত্যাশার কথা ব্যক্ত করেন। মোদির টুইটের জবাবে আজ রোববার গনি জানান, তাঁর জন্মদিন ১৯ মে।
সাথে গনি ক্ষমা চেয়ে উল্লেখ করেন, ব্যস্ততার কারণে সামাজিক যোগাযোগের এ মাধ্যমে বসা হয়নি তাঁর। তাই গত শুক্রবারের মেসেজটি আজ দেখেছেন তিনি। মোদির মেসেজটি দেখে খুবই উৎফুল্ল। তবে সাথে বিনয়ের সাথে জানাচ্ছেন তাঁর ‘আসল’ জন্মদিন ১৯ মে।
এদিকে হাফিংটন পোস্ট ইন্ডিয়া জানিয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রীর এই ভুল টুইটের কারণ সম্ভবত গুগল। কারণ সার্চ ইঞ্জিনে গনির প্রোফাইলে গনির জন্মদিন হিসেবে ১২ ফেব্রুয়ারির কথাই লেখা আছে।
অবশ্য জন্মদিনের ওই শুভেচ্ছা বার্তা মোদি নিজে লিখেছেন কি না তা জানা সম্ভব হয়নি। তাঁর পোস্টগুলো সচরাচর তাঁর সোশ্যাল মিডিয়াবিষয়ক ম্যানেজার হিরেন যোশি লিখেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।