দিল্লির মসনদে কেজরিওয়ালের এএপির এক বছর
বিপুল জনসমর্থন নিয়ে এক বছর আগে দিল্লির ক্ষমতায় এসেছিল অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (এএপি)। দিল্লিকে দুর্নীতিমুক্ত করাসহ নানা আশার কথা জানিয়েছিলেন তিনি। এক বছরে দুর্নীতি অনেকটাই কমিয়ে আনাসহ নানা বিষয়ে অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন কেজরিওয়াল।
ক্ষমতায় আসার এক বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এনডিটিভির কাছে এক বিশেষ সাক্ষাৎকারে কেজরিওয়াল এএপির বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন।
অরবিন্দ কেজরিওয়াল বলেন, প্রতিশ্রুতিকৃত বিষয়গুলোর অধিকাংশই বাস্তবায়িত হয়েছে। কিছু বিষয় পুরো বাস্তবায়িত হয়েছে। কিছু বিষয় নিয়ে এখনো কাজ চলছে।
কেজরিওয়াল বলেন, দিল্লির ২৬৮টি এলাকায় পানি সরবরাহের কথা বলেছিলেন তাঁরা। টানা ২৪ ঘণ্টাই দিল্লিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের বিষয়ে কাজ চলছে।
শিক্ষা ও স্বাস্থ্য খাত তাঁর সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি করে কেজরিওয়াল বলেন, এই দুটি খাতেই গত এক বছরে অর্থ বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে। আর স্বাস্থ্যসেবার জন্য দিল্লির এক হাজার মহল্লায় ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
কোনো স্থাপনা বরাদ্দকৃত অর্থের চেয়েও কম খরচে নির্মাণ করা সম্ভব হয়েছে বলে দাবি করেন কেজরিওয়াল। তিনি বলেন, ৩২৫ রুপির বরাদ্দকৃত একটি ফ্লাইওভার ২০০ কোটি রুপিতেই নির্মাণ সম্ভব হয়েছে। এর আগে একটি ওষুধের দোকানের জন্য পাঁচ কোটি রুপি বরাদ্দ করা হলেও মাত্র ২০ লাখে এটি নির্মাণ করা সম্ভব হয়।
সাক্ষাৎকারে কেজরিওয়াল বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই দিল্লিতে বিনামূল্যে ওয়াইফাইয়ের জন্য নির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হবে।