সাউথ ক্যারোলাইনায় জয় পেলেন হিলারি ক্লিনটন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য লড়াইয়ে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক দল থেকে বড় ব্যবধানে জয় পেয়েছেন হিলারি ক্লিনটন।
জয়ের পর হিলারি বলেন, ‘আগামীকাল এই প্রচারাভিযান জাতীয় রূপ নেবে।’ তাঁর প্রতিদ্বন্দ্বী মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্স পরাজয় স্বীকার করে বলেছেন, তাঁর প্রচার কেবল শুরু হলো।
চারটি অঙ্গরাজ্যের মধ্যে এটি হিলারি ক্লিনটনের তৃতীয় বিজয়। এর আগে তিনি বার্নি স্যান্ডার্সের কাছে নিউ হ্যাম্পশায়ারে হেরে যান।
আট বছর আগে সাউথ ক্যারোলাইনায় তৎকালীন সিনেটর বারাক ওবামার কাছে হেরে যান হিলারি ক্লিনটন। তবে এবার গল্পটা উল্টে গেছে। ভোটের পর তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আপনারা একটি বার্তা দিয়েছেন—আমেরিকায় আমরা যখন একসঙ্গে দাঁড়াই, তখন ভাঙার মতো বড় ধরনের কোনো বাধা আর থাকে না।’
এদিকে, রিপাবলিকান দল থেকে ধনকুবের ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন। সর্বশেষ বুধবার তিনি নেভাদা ককাসে বড় ধরনের জয় পান। বিবিসি জানিয়েছে, তাঁকে এ মুহূর্তে অপ্রতিরোধ্য মনে হচ্ছে।
বিজয়ের পর বক্তৃতায় ক্লিনটন বলেন, ‘আপনারা যা শুনেছেন তার পরও বলছি, আমেরিকাকে আমাদের মহান করে তুলতে হবে না। আমেরিকা কখনোই মহান হওয়ার পথ বন্ধ করেনি।’ তিনি রিপাবলিকান দলের ট্রাম্পের উদ্দেশে এসব কথা বলেন।
সাউথ ক্যারোলাইনায় ১০ জনের মধ্যে আট কৃষ্ণাঙ্গ ভোটার হিলারিকে সমর্থন করেছেন।
ভারমন্ট অঙ্গরাজ্যের প্রবীণ সিনেটর স্যান্ডার্স সম্পর্কে বিশ্লেষকরা বলেছেন, তিনি সমর্থকদের আকৃষ্ট করতে পারেননি। তবে স্যান্ডার্স বলেন, ‘এটা কেবল শুরু হলো। আমরা নিউ হ্যাম্পশায়ারে বেশ শক্ত জয় পেয়েছি। তিনি সাউথ ক্যারোলাইনায় বড় জয় পেয়েছেন। এটা আগামী মঙ্গলবার বোঝা যাবে।’