প্রার্থিতার আনুষ্ঠানিক ঘোষণা হিলারির
যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় তিনি এ ঘোষণা দেন।
সাবেক এই ফার্স্ট লেডি জানান, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়নের জন্য তাঁর প্রচার শুরু হবে আইওয়া থেকে। পরবর্তী সময়ে নিউ হ্যাম্পশায়ারসহ যে কয়েকটি অঙ্গরাজ্যে অগ্রিম প্রাথমিক নির্বাচন হয়, সেগুলোতে প্রচার শুরু করবেন তিনি।
দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য লড়ছেন হিলারি ক্লিনটন। এর আগে ২০০৮ সালে দলের মনোনয়ন দৌড়ে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে হেরে গিয়েছিলেন তিনি।
রয়টার্স ও এএফপির খবরে বলা হয়, সম্প্রতি প্রকাশিত একটি জনমত সমীক্ষা অনুযায়ী, ৪৮ শতাংশ মার্কিন নাগরিক হিলারি সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করেন। নির্বাচিত হলে হিলারিই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট।
ডেমোক্রেটদের প্রার্থিতার দৌড়ে হিলারির ঘোষণার আগেই রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ ও র্যান্ড পল দলের মনোনয়নের জন্য প্রার্থিতার ঘোষণা দেন।