হারার পর ঘর থেকে বেরুতেই চাননি হিলারি
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাওয়ার এক সপ্তাহ পর প্রথমবারের মতো জনসম্মুখে নিজের পরাজয় নিয়ে হতাশা প্রকাশ করলেন হিলারি ক্লিনটন। তিনি বলেছেন, হারার পর তিনি ঘর থেকেই বের হতে চাননি।
প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত এ ডেমোক্র্যাট দলের প্রার্থীর মন্তব্যের বরাত দিয়ে বিবিসি জানায়, নির্বাচনে হারার পর এক সপ্তাহ বাড়িতে ছিলেন হিলারি। এ সময় তিনি বই পড়েই সময় কাটিয়েছেন।
তবে সপ্তাহের এই বিরতির পর ওয়াশিংটন ডিসিতে শিশুদের জন্য সাহায্যের এক অনুষ্ঠানে হিলারি শ্রোতাদের হাল না ছেড়ে আমেরিকানদের মূল্যবোধের জন্য লড়াই করতে আহ্বান জানান।
গত ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটন জনপ্রিয়তায় এগিয়ে থাকলেও ইলেকটোরাল কলেজ ভোটে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের কাছে হেরে যান।
এর এক সপ্তাহেরও বেশি সময় পরে বৃহস্পতিবার ‘শিশুদের সুরক্ষা তহবিল’-এ দেওয়া বক্তৃতায় হিলারি বলেন, ‘আমি স্বীকার করি, আজ রাতে এখানে আসা আমার জন্য সহজ বিষয় ছিল না। তবে আমাকে এখানে ডাকাতে আমি সম্মানিত বোধ করছি।’
হিলারি আরো বলেন, ‘আমি জানি নির্বাচনের ফলাফলে আপনাদের অনেকেই গভীরভাবে হতাশ। আসলে আমি ব্যাখ্যা করতে পারছি না। আমি জানি এটা সহজ নয়, আর আমি এও জানি- গত এক সপ্তাহে অনেক মানুষই নিজেদের প্রশ্ন করেছেন- এটা সেই আমেরিকা কি না, যা আমরা ভাবতাম।’
হিলারি আরো বলেন, গত সপ্তাহে যেমন বলেছিলাম আমাদের নির্বাচনের সময় আমাদের প্রচার শুধু নির্বাচন নিয়ে বা কোনো ব্যক্তিকে নিয়ে ছিল না। এটি ছিল আমাদের দেশ নিয়ে প্রচার। আমরা আমাদের দেশকে ভালোবাসি। এটা আমাদের মূল্যবোধের লড়াই, এ লড়াইয়ে আমরা কখনোই হারব না। ’