সমমনা দেশগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তার গতিপথ তৈরিতে একসঙ্গে কাজ করতে হবে : আরতি প্রভাকর
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মতো সমমনা দেশগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গতিপথ তৈরি করতে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেনের বিজ্ঞান উপদেষ্টা আরতি প্রভাকর। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ায় দেওয়া এক স্বাক্ষাতকারে তিনি এই মন্তব্য করেন। আজ রোববার (২২ জুলাই) ভাতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক আরতি প্রভাকর বলেন, ‘মার্কিন প্রশাসন গুগল এবং মাইক্রোসফ্টের মতো বেশ কয়েকটি আইটি জায়ান্টের সঙ্গে যুক্ত হয়েছে, যাতে এটির অপব্যবহার না হয় এবং জনস্বার্থে ব্যবহার করা হয়।’
প্রভাকর বলেন, ‘আমরা যে কাজটি করছি তার মধ্যে রয়েছে কোম্পানিগুলোর সঙ্গে কাজ, যাতে তাদের জবাবদিহি করা যায় এবং সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আমরা কার্যনির্বাহী ক্রিয়াকলাপ নিয়েও কাজ করছি, যাতে আমরা বিদ্যমান আইনের ভেতর আনতে পারি এবং প্রেসিডেন্ট একটি নির্বাহী আদেশ বিবেচনা করছেন, যা এআইয়ের ক্ষতির সঙ্গে মোকাবিলা করে ভালো কাজে ব্যবহার করতে উদ্বুদ্ধ করবে।’