প্রথম নারী প্রধান পাচ্ছে মার্কিন নৌবাহিনী
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির নৌবাহিনীকে নেতৃত্ব দেওয়ার জন্য অ্যাডমিরাল লিসা ফ্র্যাঞ্চেটিকে মনোনয়ন দিতে যাচ্ছেন। লিসার এই মনোনয়ন মার্কিন সিনেটে অনুমোদন পেলে তিনি হবেন এ পদে প্রথম নারী। তিনি জয়েন্ট চিফস অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করবেন।
এক বিবৃতিতে জো বাইডেন বলেন, ‘বর্তমানে নৌবাহিনীর ভাইস চিফ (উপপ্রধান) হিসেবে দায়িত্বরত ফ্র্যাঞ্চেটি কমিশন্ড অফিসার হিসেবে দেশের জন্য ৩৮ বছর ধরে তার সেবা দিচ্ছেন।’
লিসা ফ্র্যাঞ্চেটি দ্বিতীয় নারী, যিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে চার তারকার জেনারেল হিসেবে কাজ করছেন। বাহিনীর প্রধান হিসেবে মনোনয়ন নিশ্চিত হলে তিনি ইতিহাস সৃষ্টি করবেন। তখন তিনি হবেন নৌবাহিনীর প্রথম নারী প্রধান ও জয়েন্ট চিফস অব স্টাফ।
মার্কিন সিনেট লিসা ফ্র্যাঞ্চেটির মনোনয়ন অনুমোদন দেবে কি না, তা অবশ্য নিশ্চিত নয়। কারণ, পেন্টাগনের গর্ভপাত করতে চাওয়া সৈন্যদের সহযোগিতা করার সিদ্ধান্তের প্রতিবাদে রিপাবলিকান একজন আইনজীবী সামরিক বিভাগের ২০০টির বেশি মনোনয়ন আটকে দিয়েছেন। নৌবাহিনীর প্রধান হিসেবে অ্যাডমিরাল মাইক গিলডের চার বছরের মেয়াদ শেষ হচ্ছে আগস্টে।