রাশিয়া অধিকৃত ৫০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেন, দাবি যুক্তরাষ্ট্রের
১৬ মাসে গড়িয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। চলমান যুদ্ধের প্রথম দিকে পিছিয়ে পড়লেও পশ্চিমা সহায়তায় ঘুরে দাঁড়িয়েছে ইউক্রেন। রাশিয়ার অধিকৃত বিভিন্ন এলাকা দখলমুক্ত করার দাবি করছে তারা। ইতোমধ্যে রাশিয়া অধিকৃত ৫০ শতাংশ ভূখণ্ড ইউক্রেনীয় বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আজ রোববার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
আজ মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্লিঙ্কেন বলেন, ‘রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালিয়ে প্রাথমিকভাবে যেসব অঞ্চল দখল করেছিল তার অর্ধেক পুনরুদ্ধার করেছে কিয়েভ। নিয়ন্ত্রণ নিতে কিয়েভের যোদ্ধাদের তীব্র লড়াইয়ের সম্মুখীন হতে হয়েছে।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাল্টা আক্রমণের প্রথম দিকের দিনগুলোতে কিয়েভ এই অর্জন করেছে। তবে, এটি কষ্টদায়ক ছিল।’
পাল্টা আক্রমণ আগামী এক বা দুই সপ্তাহ চলবে না, এটি কয়েক মাস ধরে চলবে।’
প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, কিয়েভ আশা করেছিল, গ্রীষ্মকালীন পাল্টা আক্রমণ শুরুর পরে দ্রুত মস্কো বাহিনীকে দখলকৃত অঞ্চল থেকে সরিয়ে দিতে পারবে তারা। তবে, তাদের সেই আশা ম্লানের পথে। কারণ, কিয়েভের যোদ্ধারা দেশটির দক্ষিণ ও পূর্বে রুশ বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে পড়েছে।
পাল্টা আক্রমণের ধার কমে যাওয়ার কথা গত মাসেই স্বীকার করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই সময় তিনি বলেছিলেন, রুশ বাহিনীর বিরুদ্ধে অগ্রগতি কাঙ্ক্ষিতের চেয়ে ধীর। তবে, যোদ্ধাদের এটি দ্রুত করার জন্য চাপ দেওয়া হবে না।