করোনায় আক্রান্ত বাইডেনের স্ত্রী
অতিমারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ফাস্ট লেডি জিল বাইডেন। সোমবার (৪ সেপ্টেম্বর) পরীক্ষায় মার্কিন প্রেসিডেন্টের স্ত্রীর ভাইরাসটি শনাক্ত হয়। তবে, স্ত্রী জিল বাইডেনের করোনা শনাক্ত হলেও আক্রান্ত হননি জো বাইডেনের। হোয়াইট হাউসের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।
হোয়াইট হাউস থেকে সোমবার বলা হয়, ৭২ বছর বয়সী ফাস্ট লেডির মাঝে অতিমারী ভাইরাসের হালকা লক্ষণ রয়েছে। তার শারীরিক অবস্থা স্বাভাবিক। বছর খানেক আগে আরও একবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন থেকে আরও বলা হয়, সোমবার দুপুরের দিকে ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্টেরও কোভিড পরীক্ষা করা হয়। তবে, পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। তাকে নিয়মিত পরীক্ষা চালানো হবে এবং লক্ষণগুলো পর্যবেক্ষণ করা হবে বলেও হোয়াইট হাউস থেকে বলা হয়।
এএফপি জানিয়েছে, অতিমারী ভাইরাসটিতে সবথেকে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। সম্প্রতি সময়ে যুক্তরাষ্ট্রে করোনার প্রকোপ ফের বেড়েছে। ভাইরাসটিতে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশটির ১১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন মারা গেছে।