জাপানে ১২৫ বছরে উষ্ণতম মাস সেপ্টেম্বর
জাপানে ১২৫ বছর আগে রেকর্ড সংরক্ষণ শুরুর পর চলতি বছর সেপ্টেম্বর ছিল সবচেয়ে উষ্ণ মাস। জাপানের আবহাওয়া সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
বিশ্বের বিভিন্ন দেশে তাপমাত্রার নতুন রেকর্ডের কারণে সভ্যতার ইতিহাসে ২০২৩ সাল উষ্ণতম বছর হবে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল সোমবার (২ অক্টোবর) জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটিতে সেপ্টেম্বরে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই দশমিক ৬৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ‘১৮৯৮ সালে তাপমাত্রার রেকর্ড সংরক্ষণ শুরুর পর থেকে এটি ছিল দেশটির সর্বোচ্চ তাপমাত্রা।’
আশঙ্কা করা হচ্ছে, বিশ্বের জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত হওয়ায় চলতি বছরটি হবে মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে উষ্ণতম। অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ সেপ্টেম্বরকে নিজেদের উষ্ণতম বলে ঘোষণা দিয়েছে। এ ছাড়া ১৮৮৪ সালে তাপমাত্রার রেকর্ড সংরক্ষণ শুরুর পর থেকে যুক্তরাজ্যেও সেপ্টেম্বর ছিল সবচেয়ে উষ্ণ মাস।