জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ‘মানবিক যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে জাতিসংঘের প্রথম প্রতিক্রিয়া এটি। খবর এপির।
প্রতিবেদনে মার্কিন সংবাদ সংস্থাটি জানায়, গাজায় মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবটি জাতিসংঘের সাধারণ পরিষদে তোলে জর্ডান। এই প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে ১২০টি। আর বিপক্ষে পড়ে ১৪টি। ৪৫ সদস্য ভোটদানে বিরত ছিল।
গত শুক্রবার (২৮ অক্টোবর) জাতিসংঘের সাধারণ পরিষদে এই প্রস্তাব আনে জর্ডান। জাতিসংঘে পাস হওয়া রেজুলেশনকে স্বাগত জানিয়েছে বৈশ্বিক সংস্থাটিতে নিযুক্ত ফিলিস্তিনের দূত রিয়াদ মানসুর। তিনি বলেন, ‘বিভক্ত নিরাপত্তা পরিষদ থেকে সাধারণ পরিষদ আরও শক্তিশালী ও সাহসী।’
গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এর জেরে পশ্চিম তীর ও গাজা উপত্যকায় একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী।
গাজাকে এক প্রকার অবরুদ্ধ করে রেখেছে তারা। যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গত দুই সপ্তাহে চার বার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়েছে। নিরাপত্তা পরিষদের দুই সদস্যের ভেটোতে রেজুলেশন পাস হয়নি।
এদিকে, জাতিসংঘে পাস হওয়া রেজুলেশনের বিরোধিতা করেছে বৈশ্বিক সংস্থাটিতে নিযুক্ত ইসরায়েলি দূত গিলার্ড এর্ডান। দিনটিকে ‘কুখ্যাতি’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ইসরায়েল হামাসের বিরুদ্ধে চলা অভিযান বন্ধ করবে না। হামাসের সন্ত্রাসী সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত এবং জিম্মিদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে। হামাসকে ধ্বংসের একমাত্র উপায় হলো তাদের সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ সন্ত্রাসের শহর থেকে তাদের উৎখাত করা।’