জেনিনের ইবনে সিনা হাসপাতালে ইসরায়েলের সামরিক অভিযান
ফিলিস্তিনের জেনিন শহরের ইবনে সিনহা হাসপাতালে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ৮০টি সাঁজোয়া যান নিয়ে সরকারি হাসপাতালটি ঘিরে রেখেছে তারা। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ডব্লিউএএফএর বরাতে এ তথ্য জানিয়েছে আলা-জাজিরা।
আজ শুক্রবার (১৭ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে কাতারভিত্তিক গণমাধ্যমটি জানিয়েছে, হাসপাতালটির চারদিক থেকে ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। হাসপাতালের প্রাঙ্গণে থাকা অ্যাম্বুলেন্সগুলোতে তল্লাশি চালাচ্ছে তারা। হ্যান্ড মাইকের মাধ্যমে হাসপাতালে অবস্থান করা সবাইকে বের হতে বলা হয়েছে। আল-জাজিরার কাছে আসা কিছু ভিডিওতে দেখা যায়, হাত উচুঁ করে হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন স্বাস্থ্যকর্মীরা।
অভিযানকে ঘিরে ওই এলাকার বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ইবনে সিনহা হাসপাতালের দুজন চিকিৎসককে ইসরায়েলি বাহিনী গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে সেখানকার স্থানীয় গণমাধ্যমগুলো।
এদিকে, পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবির ও রামাল্লায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অভিযানের আগে ইসরায়েলের বিমান হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছে।
অন্যদিকে, উত্তর গাজায় থাকা ইন্দোনেশিয়ার হাসপাতালটি সম্পূর্ণভাবে পরিষেবার বাইরে চলে গেছে বলে হাসপাতালটির পরিচালক আল-জাজিরাকে জানিয়েছেন।
গত ৭ অক্টোবর আকস্মিকভাবে ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। এর প্রতিক্রিয়ায় গাজা, পশ্চিত তীরসহ ফিলিস্তিনের ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় গাজায় অন্তত ১১ হাজার ৪৭০ জন প্রাণ হারিয়েছেন।