ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি দুদিন বাড়ছে : কাতার
ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি দুদিন বাড়ছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। ফরাসি বার্তাসংস্থা এএফপি এক বিবৃতির বরাতে আজ সোমবার (২৭ নভেম্বর) রাতে এ তথ্য জানিয়েছে।
এএফপির প্রতিবেদন বলছে, ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাসের মধ্যে মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে, ‘চলমান মধ্যস্থতার অংশ হিসেবে গাজা উপত্যকায় অতিরিক্ত দুই দিনের জন্য মানবিক যুদ্ধবিরতি বাড়ানোর জন্য একটি চুক্তি হয়েছে।’ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এ কথা বলেছে।
এর আগে দুটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, কাতারের মধ্যস্থতায় ইসরায়েল, হামাস ও যুক্তরাষ্ট্র চার দিনের যুদ্ধবিরতি আরও দুই দিন বাড়ানোর সম্ভাবনা নিয়ে সক্রিয়ভাবে আলোচনা করছে।
আলোচনা শেষে চুক্তিতে পৌঁছানোর পর হামাস একটি বিবৃতিতে জানায়, ‘হামাস ঘোষণা করছে যে, কাতার ও মিশরের ভাইদের মাধ্যমে অস্থায়ী মানবিক যুদ্ধবিরতি আরও দুদিনের জন্য বাড়াতে একটি চুক্তি হয়েছে। আগের শর্তেই এই যুদ্ধবিরতি চলবে।’