গাজায় ইসরায়েলের হামলা কমাতে যুক্তরাষ্ট্রের আহ্বান
গাজায় বেসামরিক লোকের জীবন বাঁচাতে ইসরায়েলকে আরও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি দেশটি ইসরায়েলকে হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে হামলার পরিমাণ নিকট ভবিষ্যতে কমিয়ে আনতে বলেছে। খবর এএফপির।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর থেকে দেশটি হামাস নির্মূলের যে যুদ্ধ শুরু করেছে, সে বিষয়ে তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ আহ্বান জানান।
যুক্তরাষ্ট্র মনে করে, ইসরায়েলের নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে। তবে, ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক লোকদের বাড়তে থাকা হতাহতের সংখ্যা দুই ঘনিষ্ঠ দেশের সম্পর্কে কিছুটা হলেও চিড় সৃষ্টি করেছে।
ওয়াশিংটনে মেডিকেল রিসার্চ সেন্টারের এক অনুষ্ঠানে জো বাইডেন সাংবাদিকদের বলেন, ‘আমি তাদের কীভাবে বেসামরিক লোকজনের জীবন রক্ষা করা যায়, সেদিকে দৃষ্টি দিতে বলেছি, হামাসের বিরুদ্ধে যেতে নিষেধ করিনি। তবে, এ ক্ষেত্রে আরও সাবধানী হতে হবে।’
হোয়াইট হাউস জানিয়েছে, সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এই সংঘাত আরও কয়েক মাস ধরে চলতে পারে এবং এ কারণে বাইডেনের শীর্ষ নিরাপত্তা সহকারী তার আলোচনায় যুদ্ধের সময়সীমা নিয়েও দেশটির ওপর চাপ সৃষ্টি করেছেন।
এ প্রসঙ্গে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, ‘সুলিভান যুদ্ধের তীব্রতা অদূর ভবিষ্যতে কমিয়ে আনতে সম্ভাব্য পন্থার বিষয়ে আলোচনা করেছিলেন, যা আমরা এখন তাদের কাজে দেখতে পাচ্ছি।’
কিরবি বলেন, ‘তবে, আমি এ ক্ষেত্রে সময়সীমার উল্লেখ করতে চাই না।’ তিনি জানান, ওয়াশিংটন ইসরায়েলকে সরাসরি নির্দেশ দেয়নি, তবে সুলিভান দেশটির প্রতি সমর্থন বজায় রেখে বেশ কিছু কঠিন প্রশ্ন তুলেছিলেন ইসরায়েলের আক্রমণ সম্পর্কে।
জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, আমরা সবাই চাই এই যুদ্ধ শেষ হোক।’
এদিকে, আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে একটি আলোচনায় নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে জ্যাক সুলিভানের। এর আগে তিনি গত বুধবার সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেন।