ইরানের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের মন্ত্রিসভায় বিতর্ক
গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলের বিমান হামলার পর থেকেই উত্তেজনা চরম আকার ধারণ করে। প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলার বিষয়ে হুমকি দিয়ে আসছিল ইরান। এরপর থেকেই যুক্তরাষ্ট্র সতর্ক করে আসছিল, এর প্রতিশোধ নিতে ইরান পাল্টা হামলা চালাতে পারে। তারপর গতকাল শনিবার (১৩ এপ্রিল) শেষরাতে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি ভূখণ্ডে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আগে থেকে সতর্কতা থাকার পরও ইরানের হামলার ঘটনায় ইসরায়েলের মন্ত্রিসভা বিতর্ক চলছে। জর্ডান ভিত্তির গণমাধ্যম আলজাজিরার লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে, ইসরায়েলি ভূখণ্ডে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তা সফল হয়েছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী। হামলার কারণে ইসরায়েলের বিভিন্ন স্থানে নাগরিকদের সতর্ক করতে সাইরেন বেজে ওঠে। জেরুজালেমের আকাশে শোনা যায় বিস্ফোরণের শব্দ। এরপর ইরানে এই সফলতা উদযাপন করা হয়েছে।
এই হামলার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। একইসঙ্গে তারা ‘প্রভাবশালী দেশগুলো'কে শান্তির জন্য কাজ করার আহ্বান জানিয়েছে।
অপরদিকে, ইরান তাদের প্রতিশোধ শেষ হয়েছে উল্লেখ করে বলেছে, ফের হামলা হলে কঠোর ব্যবস্থা নেবে তারা। এরইমধ্যে জানা গেল, ইরানের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের মন্ত্রিসভায় বিতর্ক চলছে।