পাকিস্তানে গান গেয়ে ক্ষীর বিক্রি করছেন ট্রাম্প!
পাকিস্তানের পূর্ব পাঞ্জাব প্রদেশের একটি ব্যস্ততম বাজারে খাবার বিক্রি করছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দেখাতে এমনই মনে হতে পারে। কিন্তু বিষয়টি আসলে তা নয়, ট্রাম্পের সঙ্গে অদ্ভুত মিল রয়েছে সালিম বাগ্গা নামের সেই খাবার বিক্রেতার। এ কারণে অন্যদের তুলনায় বেশি ব্যবসা এবং মনোযোগ পান তিনি।
গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন বলেন, "আমাদের মনে হচ্ছে যেন ট্রাম্প এখানে ক্ষীর (পুডিং) বিক্রি করতে এসেছেন।" তিনি আরও বলেন, সালিম বাগ্গার কাছ থেকে মিষ্টি কিনতে আমি পছন্দ করি।তিনি ট্রাম্পের মতো দেখতে এবং গ্রাহকদের আকর্ষণ করার জন্য তিনি গানও গান।
ইয়াসিন বলেন, "যখন সে ক্ষীর বিক্রির জন্য গান গায়, তখন আমরা তার কাছে আসি।"
৫৩ বছর বয়সী বাগ্গা তার রঙিন কাঠের গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে সবার হাতে দুধের ক্ষীর তুলে দেন। অ্যালবিনিজমের কারণে স্বর্ণকেশী বাগ্গা পাঞ্জাবি গানের কথা গাইতে শুরু করলে সেখানে ভিড় জমে যায়।
স্থানীয় বাসিন্দা আশরাফ বলেন, "তার ক্ষীর সত্যিই সুস্বাদু... আমরা তার সঙ্গে কথা বলি, তার সঙ্গে সেলফি তুলি এবং আমাদের বন্ধুদের বলি যে আমরা ট্রাম্পের সঙ্গে এই ছবিগুলো তুলেছি।"
বাজার জুড়ে, এমনকি সাহিওয়াল জেলায়ও ক্যামেরার স্রোত বাগ্গাকে অনুসরণ করে। কিন্তু তাতে তিনি বিচলিত নন।
বাগ্গা বলেন, "আমার চেহারা ডোনাল্ড ট্রাম্পের মতো। তাই লোকেরা আমার সঙ্গে সেলফি তোলে...আমার খুব ভালো লাগে।"