যুক্তরাষ্ট্রে আগামীকালই বন্ধ হতে পারে টিকটক
টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল রোববার (১৯ জানুয়ারি) থেকে যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে, যদি না দেশটির সরকার এই আশ্বাস দেয় যে, এটি নিষিদ্ধ করার জন্য প্রণীত আইনটি সেবা প্রদানকারী কর্তৃপক্ষকে শাস্তি দেওয়ার জন্য ব্যবহার হবে না। খবর এএফপির।
এক বিবৃতিতে জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপের কর্তৃপক্ষ জানায়, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যদি তাৎক্ষণিকভাবে এর সেবাপ্রদানকারী কর্তৃপক্ষকে আইন প্রয়োগ না করার বিষয়ে আশ্বস্ত করে একটি বিবৃতি না দেয়, তবে ১৯ জানুয়ারি থেকে টিকটক বন্ধ হয়ে যাবে।
গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক রুলিংয়ে প্রেসিডেন্ট জো বাইডেন ও কংগ্রেসের সমর্থন করা একটি আইন বহাল রাখে, যাতে বলা হয়েছে অ্যাপটির মালিক বাইটড্যান্স যদি টিকটককে বিক্রি না করে তবে ১৯ জানুয়ারি থেকে তাদের কার্যক্রম যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে।
সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পর টিকটক এক বিবৃতিতে জানায়, বাইডেন প্রশাসন ও বিচার বিভাগ এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে ব্যর্থ হয়েছে, যা ১৭ কোটি মার্কিন নাগরিকের ব্যবহার করা অ্যাপটির সহজলভ্যতাকে নিশ্চিত করতে দরকার ছিল।
সুপ্রিম কোর্টের সর্বসম্মত এই রুলিংয়ে বলা হয়েছে, এই আইনটি কথা বলার অধিকারকে বাধাগ্রস্ত করবে না। এটি টিকটকের জন্য একটি বড় ধরনের ধাক্কা, যা নিষেধাজ্ঞা কার্যকর হলে কী অনিশ্চয়তার মুখে পড়বে, সেটি সম্পর্কে আলোকপাত করে। সুপ্রিম কোর্ট সরকারের জাতীয় নিরাপত্তার বিষয়ে শঙ্কার সঙ্গে একমত পোষণ করে, পাশাপাশি চীনের কোম্পানি বাইটড্যান্সের মালিকানার প্রসঙ্গটিও তুলে ধরে।
তবে, বাইটড্যান্স যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রমকে বিক্রি করতে বেশ বলিষ্ঠভাবে অস্বীকৃতি জানিয়েছে, যা বেইজিংয়ের অবস্থানকেই তুলে ধরে। তারা এই আইনকে চুরি হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছে।
নিষেধাজ্ঞার বিষয়টি সামনে চলে এলেও বাইডেন প্রশাসন জানিয়েছে, তারা তা কার্যকর করবে না, বরং বিষয়টি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনার জন্য রেখে যাবে।
এদিকে, নিষেধাজ্ঞার বিরোধিতা করা ডোনাল্ড ট্রাম্প টিকটকের বিষয়টি নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গতকাল শুক্রবার আলোচনা করেছেন। এ বিষয়ে নিষেধাজ্ঞার বিকল্প খুঁজে পেতে আরও সময় প্রয়োজন উল্লেখ করে ট্রাম্প ট্রুথ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, ‘সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত আশা করা হচ্ছিল এবং সবাইকে এর প্রতি সম্মান দেখাতে হবে।’
অন্যদিকে, আদালতে হেরে গেলেও টিকটকের প্রধান নির্বাহী শউ চেউ ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন এবং এর সমস্যার সমাধানে তার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘ট্রাম্প সত্যিকারভাবে আমাদের প্লাটফর্মকে বুঝতে পেরেছেন।’
বাইডেন প্রশাসনের প্রণীত আইনের ফলে অ্যাপল ও গুগল তাদের অ্যাপ স্টোর থেকে টিকটককে সরিয়ে দেবে এবং নতুন করে ডাউনলোড করাকে ব্লক করবে। যদি কোনো ব্যবহারকারী এই অ্যাপের এক্সেস নেয়, তবে সর্বোচ্চ পাঁচ হাজার ডলার জরিমানা গুনতে হবে তাকে।