জিম্মি ইসরায়েলিদের মুক্তি দিয়েছে হামাস
দীর্ঘ প্রতীক্ষিত গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে আজ রোববার (১৯ জানুয়ারি)। যুদ্ধবিরতির পরপরই গাজার বাসিন্দারা স্বদেশ প্রত্যাবর্তনের আনন্দে বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এদিকে যুদ্ধবিরতির পর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রথমদিনই ইসরায়েলি তিন জিম্মিকে মুক্তি দিয়েছে। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী হামাস রেডক্রসের হাতে গাজার আল-সায়রা স্কয়ারে ওই তিন জিম্মিদের তুলে দেয়। আজ রোববার (১৯ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ খবরা প্রকাশিত হয়।
হামাসের এক জ্যেষ্ঠ নেতা বিষয়টি নিশ্চিত করে জানান, পশ্চিম গাজা সিটির আল রিমাল এলাকার আল-সায়রা স্কয়ারে তিন নারী জিম্মিকে আনুষ্ঠানিকভাবে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। রেডক্রসের সদস্যরা জিম্মিদের সঙ্গে দেখা করে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন। এরপরই তাদের তুলে দেওয়া হয়।
অপরদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরপরই বাড়ি ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা। হাজার হাজার জোরপূর্বক বাস্তুচ্যুত ফিলিস্তিনি গাজার বিধ্বস্ত অঞ্চলের মধ্য দিয়ে হেঁটে তাদের বাড়িতে ফিরে যাওয়ার দৃশ্য দেখা গেছে বিবিসি, আল-জাজিরা, এএফপিসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে।
ছবি ও ভিডিওতে দেখা যায়, শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি নাগরিকরা উত্তরাঞ্চলীয় জাবালিয়া অঞ্চলের বালুকাময় পথ ধরে ধ্বংসস্তূপের দিকে (তাঁদের বাড়িঘর) ফিরে যাচ্ছেন।