আবিদুল ইসলাম রিমন আবিদুল ইসলাম রিমন

আবিদুল ইসলাম রিমন সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বিবিএ (মার্কেটিং) বিভাগে অধ্যয়নরত। কালের কণ্ঠ ও দৈনিক সমকালে রম্য লিখেছেন। তবে তিনি শুধু রম্য লিখতে নয়, বলতেও পছন্দ করেন। আর তাই একজন স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবেও দেশব্যাপী পরিচিত। এ পর্যন্ত স্ট্যান্ডআপ কমেডি পারফর্ম করেছেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) জনপ্রিয় কমেডি ম্যাগাজিন অনুষ্ঠান 'হাসতে মোদের মানা'তে। পাশাপাশি বাংলাদেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো এনটিভি মার্সেল হা শো সিজন ৪-এর ছিলেন একজন পারফর্মার।

  •