আসছে বিএমডব্লিউ ওয়ান
বিলাসবহুল গাড়িভক্তদের অনেকেরই ‘ফার্স্ট চয়েজ’ বিএমডব্লিউ। তাঁদের জন্য সুখবর। বাজারে আসছে বিএমডব্লিউর বিশেষ সিরিজ ‘বিএমডব্লিউ-১’-এর নতুন গাড়ি। নতুন আপডেটেড এই মডেলের কিছু ছবিও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। চলতি বছর জেনেভা মোটর শোতে আনুষ্ঠানিকভাবে রাজপথে অভিষেক ঘটবে এই নয়া গাড়ির। খবর এনডিটিভির।
বিএমডব্লিউ-১ সিরিজের আগের গাড়িগুলো বেশ ভালোই বিকিয়েছে ভারতের অটোমোবাইল বাজারে। সুতরাং, এ বছরের শেষ নাগাদ ভারতের বাজারে এই আপডেটেড মডেলটিও এসে পড়বে। তাতে অবশ্য এই নতুন মডেলের আপডেটেড ইঞ্জিনটি নাও থাকতে পারে!
নতুন মডেলে নতুনত্ব তো থাকেই। এ মডেলেও তার ব্যত্যয় ঘটেনি! তিন সিলিন্ডারের নতুন শক্তিশালী ইঞ্জিনের সঙ্গে সঙ্গে গাড়ির এক্সটেরিয়র আর ইন্টেরিয়র—সোজা কথায় ভেতরে-বাইরে দুদিকেই পরিবর্তন এসেছে এই মডেলে। গাড়ির সামনের দিকে নতুনত্ব নিয়ে এসেছে নতুন বাম্পার, দশাসই গ্রিল আর স্লিম সাইজ হেডল্যাম্প। হেডল্যাম্প আর লাইটে বেশ ভালোই মনোযোগ দেওয়া হয়েছে এই মডেলে। দিনের বেলার জন্যও বিশেষায়িত এক ‘এলইডি’ হেডল্যাম্পের ব্যবস্থা থাকছে, সঙ্গে সব সময়ের জন্য হেডলাইটেই থাকছে ‘এলইডি হাই বিম’। ‘এল’ আকৃতির নকশায় নতুনত্ব আনা হয়েছে সামনের লাইটেও।
এ তো গেল বাইরের কথা। ভেতরে নতুনত্ব আর আভিজাত্য কেমন, তাও একটু জানতে হয়! ভেতরের সবখানেই একদম ছিমছাম পিয়ানো-ব্ল্যাক ফিনিশ। এয়ার ভেন্টিলেশনে ক্রোম ট্রিটমেন্ট, বিনোদন আর তথ্যের জোগানে নতুন ইনফোটেইনমেন্ট সিস্টেম, আরও কত কী! আর যেখানেই যান না কেন, সবখানেই একই রকমের ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম চালু রাখতে পারবেন ব্যবহারকারীরা—এ তথ্য জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। সুতরাং, ‘যেমন ইচ্ছা তেমন’ করেই উপভোগ করতে পারবেন এ গাড়ির সুযোগ-সুবিধা। সে আপনি যেখানেই থাকুন না কেন, কুছ পরোয়া নেহি! একই সঙ্গে ক্রেতারা চাইলে এর সাথে ঐচ্ছিকভাবে ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল সিস্টেমও সংযুক্ত করে নিতে পারবেন—এমনটাই দাবি নির্মাতাদের।