ডুয়েল কালারে সুজুকি জিক্সার
রেসিং-প্রিয় বাইকারদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে সুজুকি জিক্সার। একরঙা এসব বাইক নিয়ে যাদের একটু আফসোস ছিল, তাদের জন্য ডুয়েল কালারের নতুন ডিজাইন ছাড়া হয়েছে ভারতের বাজারে।
এই দুটি রং হচ্ছে মেটালিক ট্রাইটার ব্লু এবং পার্ল মাইরেজ হোয়াইটের মিশ্রণ। এ ছাড়া রয়েছে আরেকটি ডুয়েল কালার, ক্যান্ডি আনতারেস রেড এবং গ্লাস স্পার্কেল ব্ল্যাক।
সুজুকির প্রচলিত রেসিং কালার থেকে এই দুটি রঙের মিশ্রণ বেছে নেওয়া হয়েছে। তবে দুই রঙের সুবিধা দিলেও বাইকের বডিতে বা ডিজাইনে কোনো পরিবর্তন আনা হয়নি। এ খবর জানিয়েছে এনডিটিভি।
সুজুকি মোটরস ইন্ডিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অতুল গুপ্তা বলেন, ‘সুজুকির অন্যতম সেরা এবং জনপ্রিয় বাইক জিক্সার। লুক, পাওয়ার এবং সহজে নিয়ন্ত্রণযোগ্য বলে বাইকাররা বাইকটি ভীষণ পছন্দ করেছেন। আমাদের গ্রাহকদের বেশির ভাগই তরুণ। তাঁদের পছন্দের কথা মাথায় রেখে আমরা জিক্সারকে আরো উন্নত করে তোলার চেষ্টা করছি।’
ডুয়েল কালারের বাইরে একরঙা জিক্সার তো থাকছেই। এসব রঙের মধ্যে রয়েছে ট্রাইটন ব্লু, পিয়ার মাইরেজ হোয়াইট, ক্যান্ডি আনতারেস রেড, গ্লাস স্পার্কেল ব্ল্যাক, মেটালিক ওর্ট গ্রে।