কাঠের কার!
নতুন গাড়ি (কার) ‘স্প্লিন্টার’। চলবে দুর্দান্ত গতিতে। তারচেয়েও বড় কথা, পথে যিনিই থাকবেন, ঘাড় ঘুরিয়ে বাধ্য হবেন গাড়িটি দেখতে! যেনতেন কোনো গাড়ি নয় স্প্লিন্টার। তার শরীরটি যে পুরো কাঠে মোড়ানো!
কাঠমিস্ত্রি আইজ্যাক কোহেন ১৩ বছর ধরে চেষ্টা করে শেষমেষ বানিয়ে ফেললেন কাঠের গাড়ি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সিসিটিভি নিউজ চ্যানেলের ফেসবুকে ঘোষণা করা হয়েছে কোহেনের গাড়ির কথা, যা চলতি মাসেই রাজপথে চলেছে।
ফেসবুকের মাধ্যমে গাড়িটির নির্মাতা আইজ্যাক কোহেন জানিয়েছেন, ১৯৮৫ সাল থেকে কিশোর বয়স থেকেই তিনি কাঠের ব্যবসা শুরু করেন। ২০০২ সালে তিনি পূর্ণাঙ্গ কাঠের তৈরি গাড়ি নির্মাণের সিদ্ধান্ত নেন।