ভারতে তৃতীয় হার্লে ডেভিডসন প্যারেড
ভারতে পাঁচ বছর পূর্ণ করল হার্লে ডেভিডসন। আর এই উপলক্ষে উৎসবে যোগ দিয়েছেন দুই হাজারেরও বেশি হার্লে ডেভিডসন ব্যবহারকারী! ভারতের গোয়ায় হার্লে ডেভিডসন প্যারেডকে বলা হচ্ছে সবচেয়ে বড় হার্লে ডেভিডসন প্যারেড। এটিকে বলা যায় হার্লে ডেভিডসন ব্যবহারকারীদের একটি মহাসমাবেশ।
এ নিয়ে ভারতে হার্লে ডেভিডসন বাইক ব্যবহারকারীদের জাতীয় পর্যায়ের তৃতীয় প্যারেড অনুষ্ঠিত হলো, এমনটাই জানানো হয় এনডিটিভির খবরে। যেখানে অংশ নিয়েছেন ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আসা হার্লে ডেভিডসন বাইকের মালিকরা।
পুরনো আমলের হার্লে ডেভিডসন থেকে হালের নতুন মডেল সবই ছিল ওই প্যারেডে। ইচ্ছামতো যন্ত্রপাতি বা বাইকের রূপ বদলে দেওয়ার সুযোগও ছিল। সে সুযোগ কাজে লাগিয়ে অনেকেই নতুন উল্কি এঁকেছেন প্রিয় হার্লে ডেভিডসনে।
প্যারেড শেষে হার্লে ডেভিডসন ব্যবহারকারীরা পরিবারের সবাইকে নিয়ে একসাথে মেতে ওঠেন পার্টিতে। সেখানে পাঁচজন গ্রাহককে পুরস্কার দেয় হার্লে ডেভিডসন। ভারতের হার্লে ডেভিডসনের যাত্রার শুরু হওয়ার পর থেকে সবকটা জাতীয় প্যারেডে উপস্থিত ছিলেন তাঁরা। আগামী বছর রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে হার্লে ডেভিডসনের চতুর্থ জাতীয় র্যালি।