কার্ডবোর্ডের গাড়ি আনছে লেক্সাস
বিশ্বে মানুষ যত বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গাড়ির সংখ্যা। পরিবেশের ওপর এর প্রভাব বেশ ক্ষতিকর, তা আর বলার অপেক্ষা রাখে না। তা এ ব্যাপারে চিন্তা করেই কি না, জাপানের বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান লেক্সাস নির্মাণ করেছে কার্ডবোর্ডের গাড়ি! আর এ খবর জানিয়েছে তথ্যপ্রযুক্তি ও লাইফস্টাইল-বিষয়ক ওয়েবসাইট উইয়ার্ড।
কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করাকে বলে ‘ওরিগামি’। জাপানে এই শিল্পের খুব চল রয়েছে। কার্ডবোর্ডের তৈরি লেক্সাসের এই গাড়িকে বলা যায় ওরিগামির সবচেয়ে আধুনিক নিদর্শন। প্রায় এক হাজার ৭০০ আলাদা কার্ডবোর্ডের টুকরাজুড়ে বানানো এই গাড়ি লেক্সাসের বিলাসবহুল ‘আইএস সালুন’-এর হুবহু কপি।
একটা স্টিল আর অ্যালুমিনিয়ামের ফ্রেমের ওপর বসানো হয়েছে কার্ডবোর্ডগুলো। গাড়িটি চলবে বৈদ্যুতিক মোটরের সাহায্যে। এগুলো বাদে আর সবই, এমনকি হেডলাইট পর্যন্ত কার্ডবোর্ড দিয়ে বানানো হয়েছে। গাড়িটি নির্মাণে সাহায্য করেছে ডিজাইনিং প্রতিষ্ঠান ‘স্কেলস অ্যান্ড মডেলস’।
স্কেলস অ্যান্ড মডেলসের প্রধান রুবেন মার্কোস বলেন, ‘কাজটি ছিল খুবই চ্যালেঞ্জিং। বিশেষ করে বসার সিট আর চাকাগুলো বানাতে বেশ ভালো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়েছে। তবে আমরা লেক্সাসের প্রচলিত গাড়িগুলোর মতোই উন্নতমানের গাড়ি নির্মাণের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম।’
গাড়িটি বানাতে সময় লেগেছে তিন মাস। প্রথমে লেক্সাস আইএস সালুনের একটি থ্রিডি প্রিন্ট করে গাড়িটিকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। তার পর সেগুলোর ওপর ভিত্তি করে বানানো হয়েছে একটি টুডি প্রিন্ট। এর পর কার্ডবোর্ড দিয়ে প্রয়োজনীয় টুকরাগুলো তৈরি করে সেগুলো জোড়া হয়েছে আঠা দিয়ে।
গাড়িটি এরই মধ্যে পরীক্ষামূলকভাবে লন্ডন থেকে বার্মিংহাম পর্যন্ত চালিয়ে দেখা হয়েছে। যুক্তরাজ্যের ‘গ্র্যান্ড ডিজাইন লাইভ’ শোতে গাড়িটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে লেক্সাস কর্তৃপক্ষের।