উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছে হুন্দাই
ক্রেটা এবং আই ২০ মডেলের তুমুল জনপ্রিয়তার কারণে উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছে হুন্দাই। গাড়ি নির্মাতা কোরিয়ান এই প্রতিষ্ঠানটির এসইউভি গাড়ির বেশ চাহিদা তৈরি হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে। এ খবর জানিয়েছে এনডিটিভি।
হুন্দাই মোটর্স ইন্ডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক বো শিন সিও জানিয়েছেন, এই দুটি মডেলের গাড়ির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করেছে তারা। প্রতি মাসে এখন থেকে এই দুটি মডেলের ৯ থেকে ১০ হাজার গাড়ি নির্মাণ করছে হুন্দাই। আগে এই দুই মডেলের গাড়ি তারা মাসে তৈরি করতে সাত হাজার ইউনিট।
উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য ভারতের চেন্নাইয়ে তাদের কারখানার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাকে ব্যবহার করতে চাইছে। এর মাধ্যমে বছরে প্রায় সাত লাখ ইউনিট গাড়ি তৈরি করতে পারবে তারা। তবে নতুন করে আপাতত কোনো কারখানা তৈরি করার পরিকল্পনা হুন্দাইয়ের নেই বলে জানিয়েছেন বো শিন সিও।
ভারতের বাজারে হুন্দাই ক্রেটা বিক্রি হচ্ছে আট লাখ থেকে ১৩ লাখ রুপিতে। আর আই২০ বিক্রি হচ্ছে সাড়ে পাঁচ লাখ থেকে সাড়ে আট লাখ রুপিতে।