টয়োটার আট দরজার গাড়ি!
জাপানি অটোমোবাইল প্রতিষ্ঠান টয়োটা বাজারে আনছে সাত হাজার ৯৬৩ পাউন্ডের এক দৈত্যাকার পিকআপ। টয়োটা টুন্ড্রা ১৭৯৪ এডিশন ৪x৪ ক্রিউম্যাক্সের পিকআপটি লম্বায় ২৬ ফুট এবং ভেতরে যাত্রী সিট রয়েছে নয়টি। তাই টয়োটা একে ডাকছে ‘টুন্ড্রাজিন’, অর্থাৎ যা টুন্ড্রা ও লিমুজিনের সংমিশ্রণ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল নতুন এই গাড়ি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
টয়োটা তাদের নতুন এই গাড়ি নিয়ে খুবই উচ্ছ্বসিত। নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এনগেজমেন্ট মার্কেটিং ম্যানেজার স্টিভ অ্যাপেলবাম বলেন, ‘পৃথিবীর মানুষ অনেক লিমুজিন দেখেছে; কিন্তু এ রকম টুন্ড্রাজিন এখন পর্যন্ত একটাও দেখেনি!’
এটি অবশ্য নিশ্চিতভাবেই বলা যায়, এ রকম অদ্ভুত গাড়ি আসলেই আগে দেখা যায়নি। উচ্চতা ও প্রশস্ততা সাধারণ হলেও গাড়ির টায়ারগুলো বিশাল, যা প্রায় ৯০ দশমিক ২ ইঞ্চি করে। গাড়িটিতে আছে ৫ দশমিক ৭ লিটার ভিএইট ইঞ্জিন এবং তৈরি হয়েছে টেক্সাসের স্যান অ্যান্তোনিয়োতে।
তাই টয়োটার জাপানিজ পরিচয় এই গাড়িতে তেমন একটা নেই বললেই চলে। তবে মূলত যুক্তরাষ্ট্রের ক্রেতাদের আকর্ষণ করার উদ্দেশ্যেই পিকআপটি বানানো হয়েছে।
বলা যায়, আমুদে ভ্রমণ কিংবা দল বেঁধে ঘোরাঘুরির জন্য এটি একটি আদর্শ গাড়ি হতে পারে। নাসকার রেসারদের কাছেও পেতে পারে জনপ্রিয়তা। বিশ্বে এ রকম বস্তু আগে কখনো দেখা যায়নি।
নিজ চোখে এই ‘আশ্চর্য’-কে দেখতে হলে উপস্থিত হতে হবে স্পেশালি ইকুইপমেন্ট মার্কেট অ্যাসোসিয়েশন (সেমা) প্রদর্শনীর ২০১৫ সালের আসরে, যেটি এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হবে।