৫৩ হাজার ডলারে পৃথিবীর সর্বপ্রথম থ্রিডি কার!
প্রথমবারের মতো থ্রিডি প্রিন্টেড কার বাজারে নিয়ে আসছে যুক্তরাষ্ট্রের মোটরগাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান লোকাল মোটরস। ক্রেতাদের আগ্রহের কথা বিবেচনা করে তারা এ সপ্তাহ থেকেই চালু করছে আগাম অর্ডার দেওয়ার সুযোগ। ৫৩ হাজার ডলার মূল্যের থ্রিডি প্রিন্টেড এই কার রাস্তায় নামবে ২০১৬ সালে। তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে এই তথ্য।
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে লোকাল মোটরস তাদের প্রমাণ সাইজের থ্রিডি কার তৈরির জন্য ‘মাইক্রোফ্যাক্টরি’ নির্মাণ করছে। আশা করা যাচ্ছে, ২০১৫ সালের শেষের দিকেই শেষ হবে কারখানার নির্মাণকাজ।
এখানেই নির্মিত হবে লোকাল মোটরসের ‘এলএম৩ডি’ সিরিজের সব গাড়ি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, এই গাড়িগুলো নির্মিত হবে সম্পূর্ণ ডিজিটাল নির্মাণ প্রক্রিয়ায় (ডিডিএম), এর একটি অংশ থ্রিডি প্রিন্টিং।
লোকাল মোটরসের বিভিন্ন আশাবাদ কিংবা প্রতিশ্রুতি রয়েছে এই প্রযুক্তি নিয়ে। সবকিছু মিলিয়ে বেশ চমকপ্রদ উদ্যোগ এটি। এরই মধ্যে অবশ্য জার্মান মোটরগাড়ি নির্মাতা অউডি তাদের একটি রেস কারের রেপ্লিকা তৈরি করেছে থ্রিডি প্রিন্টিংয়ের মাধ্যমে।
কিন্তু সেটি শুধু প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ। সেদিক থেকে লোকাল মোটরস রীতিমতো সাধারণ ক্রেতার জন্য নিয়ে আসছে তাদের থ্রিডি কার।
৫৩ হাজার ডলারের অঙ্কটা অবশ্য অনেকের কাছেই বেশ ব্যয়বহুল মনে হতে পারে। লোকাল মোটরস আগে তাদের আরেকটি থ্রিডি কার প্রকাশ করেছিল। স্ট্রেইট মডেলের সেই কারের দাম বিবেচনা করা হয়েছিল ১৮ হাজার ডলারের কাছাকাছি।
তবে প্রতিষ্ঠানটি তাদের এলএম ৩ডি সিরিজের গাড়িকে বলছে সম্পূর্ণরূপে চলাচলের উপযোগী, এমনকি এই গাড়ি হাইওয়ে দাপিয়ে বেড়াতে পারবে অন্যসব গাড়ির মতো।
লোকাল মোটরস যদি তাদের সব প্রতিশ্রুতি পূরণ করে শেষ পর্যন্ত চমক অব্যাহত রাখতে পারে তবে বলা যায়, ক্রেতাদের আকর্ষণ থ্রিডি প্রিন্টিংয়ের প্রতি বাড়তেই থাকবে। তবু শেষ পর্যন্ত কয়জন থ্রি প্রিন্টেড কারের মালিক হতে যাচ্ছেন, সেটা সময়ই বলে দেবে। কারণ, লোকাল মোটরসের থ্রিডি প্রিন্টেড কার কিনতে যে খরচ হবে, তা দিয়ে একজন ২০১৬ মডেলের মার্সিডিজ বেঞ্জ ই ক্লাস গাড়ির মালিক হয়ে যেতে পারে!