ইউরোপের বর্ষসেরা গাড়ি ‘ফক্সভাগান পাসাত’
এ বছরের জন্য ‘ইউরোপিয়ান কার অব দ্য ইয়ার’ খেতাব জিতে নিয়েছে ফক্সভাগান পাসাত। ৫ থেকে ১৫ মার্চ সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় অনুষ্ঠিত হবে জেনেভা মোটর শো-২০১৫। এরই অংশ হিসেবে প্রদর্শনী শুরুর আগে সেরা গাড়ির পুরস্কার দেওয়া হলো।
পুরো ইউরোপের ৫৮ জন অটোমোবাইল সাংবাদিক সেরা গাড়ি নির্বাচনে ভোট দেন। তাঁদের ভোটের ভিত্তিতে সর্বোচ্চ ৩৪০ পয়েন্ট নিয়ে ইউরোপের সেরা গাড়ির খেতাব জিতেছে ফক্সভাগান পাসাত। এর পরে ২৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিট্রোয়েন সি-ফোর ক্যাকটাস। ২২১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মার্সিডিজ বেঞ্জ সি ক্লাস।
ভক্সওয়াগন পাসাত সম্পর্কে বিচারকরা বলেন, এটি একটি আদর্শ ফক্সভাগান গাড়ি। আর সে কারণেই অন্যদের চেয়ে অনেক বেশি পয়েন্টে এগিয়ে থেকে সেরা ইউরোপীয় গাড়ির পুরস্কার জিতেছে গাড়িটি। সে সঙ্গে অন্য গাড়িগুলোর তুলনায় এটি বেশ হালকা এবং সহজেই গতি তুলতে সক্ষম।