স্বয়ংক্রিয় গাড়ির প্রযুক্তি নিয়ে কাজ করছে বিএমডব্লিউ
প্রযুক্তি এবং অটোমোবাইল প্রতিষ্ঠানগুলো দিন দিন স্বয়ংক্রিয় গাড়ি নির্মাণের দিকে ঝুঁকছে। গুগল দীর্ঘ বছর ধরে চালকবিহীন গাড়ি নিয়ে গবেষণা করছে। সফলতাও রয়েছে তাদের। সেই পথ ধরে অ্যাপল এবং টেসলার মত প্রতিষ্ঠানও স্বয়ংক্রিয় গাড়ি নিয়ে কাজ করছে।
তবে বিলাসবহুল গাড়ি নির্মাতা জাপানি প্রতিষ্ঠান বিএমডব্লিউ বলছে, স্বয়ংক্রিয় গাড়ি নির্মাণের বিষয়ে তাদের কোনো তাড়া নেই। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
বিএমডব্লিউর প্রধান নির্বাহী হ্যারল্ড ক্লুগার বলেছেন, ‘ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে চলার মতো স্বয়ংক্রিয় গাড়ি আমরা তৈরি করতে পারি। কিন্তু স্বয়ংক্রিয় গাড়ির প্রযুক্তি নিয়ে আমরা শতভাগ নিশ্চিত হতে চাই।’
ক্রুগারের কথা থেকেই বোঝা যাচ্ছে প্রযুক্তি নিয়েই মূল চিন্তা বিএমডব্লিউর। সেটা বিএমডব্লিউর প্রধান নির্বাহীও বলেছেন, ‘স্বয়ংক্রিয় গাড়ির অ্যাপ নিয়ে আমরা মাঠে নামতে পারি। অনেকেই ৭০ থেকে ৮০ ভাগ কাজ করেই গাড়ি বাজারে ছাড়ে এবং এরপর তা আরো উন্নত করে থাকে। কিন্তু গ্রাহকদের সুরক্ষার জন্যই আমরা শতভাগ নিশ্চিত না হয়ে কোনো স্বয়ংক্রিয় গাড়ি বাজারে ছাড়ব না।’
গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান টেসলা মোটরস তাদের গাড়ির জন্য বিভিন্ন সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছে। বিশেষ করে স্বয়ংক্রিয় গাড়ির জন্য তারা অটোপাইলট ৭.০ সফটওয়্যারটির উন্নত সংস্করণ তৈরি করেছে বলে জানিয়েছে টেলসার সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী এলোন মুস্ক।
বিএমডব্লিউর প্রধান নির্বাহী ক্রুগার বলেন, ‘বিএমডব্লিউ ৭ সিরিজের গাড়িগুলো স্বয়ংক্রিয়ভাবে পার্ক করা যাবে, চালকের সহযোগিতা ছাড়াই। সামনে আমরা চেষ্টা করছি গাড়ি যাতে নিজেই খালি জায়গা খুঁজে নিয়ে স্বয়ংক্রিয়ভাবে পার্কিং করতে পারে সেই প্রযুক্তি নিয়ে। স্বয়ংক্রিয় গাড়ির প্রযুক্তি নিয়ে আমাদের কাজ চলবে।’