রয়েল এনফিল্ড কন্টিনেন্টাল জিটি
যারা রয়েল এনফিল্ডের খোঁজখবর রাখেন তাঁদের মাথায় নিশ্চয়ই প্রথম প্রশ্নটা এসেছে, ‘এবার কি কালো রঙে পাওয়া যাবে?’ অনেকদিন ধরে যারা কালো রঙের রয়েল এনফিল্ডের অপেক্ষায় ছিলেন এবার তাদের আশা পূরণ হলো।
রয়েল এনফিল্ডের নতুন মডেল কন্টিনেন্টাল জিটি এবার পাওয়া যাবে তিনটি রঙে লাল, হলুদ ও কালো। তবে কালো রঙের বাইক পেলেও সিটটা কিন্তু হবে ছাই রঙা।
বাইকটির ইঞ্জিনিয়ারিংয়ে অবশ্য তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। সিঙ্গেল সিলিন্ডার, ৫৩৫ সিসি এয়ার কুলড ইঞ্জিন।
নতুন রং ছাড়া তেমন কোনো বৈশিষ্ট্য এতে আলাদা করে যোগ করা হয়নি। আর সে কারণে এর দামেও তেমন একটা হেরফের হয়নি। ভারতের বাজারে দুই লাখ ১৪ হাজার রুপিতে মিলছে রয়েল এনফিল্ড কন্টিনেন্টাল জিটি।