হিউন্দাই আই টোয়েন্টি অ্যাকটিভ
আগামীকাল ১৭ মার্চ ভারতে মুক্তি পাচ্ছে হিউন্দাইয়ের নতুন গাড়ি হিউন্দাই আই টোয়েন্টি অ্যাকটিভ। জার্মানির রাসেলসহেইম হিউন্দাই মোটর ডিজাইন সেন্টারে এর নকশা তৈরি করা হয়েছে।
নতুন আই টোয়েন্টি গাড়িটির ভেতর ও বাইরের সাজসজ্জা ও ডিজাইনে আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। সামনের ড্যাশবোর্ডে লাগানো হয়েছে নতুন স্কিড প্লেট, বাম্পার, বিশালাকৃতির ফগ ল্যাম্পস, প্রজেক্টর হেড ল্যাম্পস ও ডেটাইম রানিং ল্যাম্পস।
গাড়ির রিয়ার ভিউতেও আনা হয়েছে পরিবর্তন। সার্কুলার রিফ্লেক্টর এবং সিলভার স্কিড প্লেট লাগানো হয়েছে বাম্পারে। বড় চাকার সাথে রয়েছে আলাদা প্লাস্টিক বডি ক্লেডিং, রুফ স্পয়লার এবং রুফ রেইল।
গাড়িটির উচ্চতা বাড়ানো হয়েছে যাতে অমসৃণ রাস্তায় চলতে সমস্যা না হয়। মাটি থেকে ১৯০ মিলিমিটার উঁচুতে থাকবে গাড়িটি।
ইন্টেরিয়রে ব্যবহার করা হয়েছে ডুয়েল টোন শেড। রয়েছে বাদামি এবং কমলার মিশ্রণ অথবা কালো ও নীল রঙের মিশ্রণ থেকে যেকোনো একটি বেছে নেওয়ার সুযোগ। থাকছে অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া প্যাডেল এবং আংশিক রঙিন গিয়ার নব। রঙের ব্যবহারের কারণে গাড়িটিতে বেশ একটা স্পোর্টি লুকও যোগ হয়েছে।