জিপ র্যাঙ্গলার এক্স
অস্ট্রেলিয়ায় বিক্রি শুরু হয়েছে জিপ র্যাঙ্গলার এক্স মডেলের গাড়ি। দুই এবং চার দরজায় পাওয়া যাচ্ছে জিপটি। ১৮ ইঞ্চি চাকার গাড়িটির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র দুই ক্ষেত্রেই রয়েছে আভিজাত্য।
ফাইভ স্পিড অটোমেটিক গিয়ারে চলবে গাড়িটি। এক্স সিরিজের মাত্র ৭০টি গাড়ি ছাড়া হয়েছে অস্ট্রেলিয়ায়। নির্মাতা প্রতিষ্ঠানের দেওয়া তথ্যানুযায়ী প্রতি ১০০ কিলোমিটার যেতে গাড়িটির ১১ দশমিক ৩ লিটার তেল প্রয়োজন পড়বে। এর সিট মোড়ানো হয়েছে চামড়া দিয়ে। গাড়ির ভেতরের তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হবে।
গাড়ির ভেতরে বিনোদনের জন্য রয়েছে ৬ দশমিক ৫ ইঞ্চি টাচস্ক্রিন মাল্টিমিডিয়া এন্টারটেইনমেন্ট সিস্টেম, ৪০ জিবি হার্ডডিস্ক এবং ডিভিডি প্লেয়ার। আরো রয়েছে স্যাটেলাইট নেভিগেশন। সাউন্ড সিস্টেমের জন্য রয়েছে অ্যালপাইন নাইন সাউন্ড সিস্টেম।
সমতল বা পাহাড়ি যেকোনো রাস্তায় চলাচলের উপযোগী করে তৈরি করা হয়েছে জিপটি। এতে রয়েছে পাওয়ার ডোম হুড, ডট মেট্রিক্স হুড ডিক্যাল, বডি কালার হার্ডটপ।
দুই দরজার জিপের দাম পড়বে ৪৭ হাজার ডলার আর চার দরজার জিপের দাম ৫১ হাজার ডলার।