মারুতি সুজুকি সুইফট
১০ বছরে ১৩ লাখ গাড়ি বিক্রি
মারুতি সুজুকি কম দামে ভালো মানের গাড়ি তৈরির জন্য বিখ্যাত। বিশেষ করে ভারতের বাজারে, মধ্যবিত্তদের কাছে মারুতি সুজুকি গাড়ি বেশ জনপ্রিয়।
২০০৫ সালের মে মাসে সুইফট গাড়িটি বাজারে ছাড়ে মারুতি সুজুকি। এনডিটিভি জানিয়েছে, গত ১০ বছরে ভারতে ১৩ লাখ সুইফট গাড়ি বিক্রি করেছে মারুতি সুজুকি।
সুইফট গাড়িটি জনপ্রিয় হওয়ার পেছনে অন্যতম কারণ এর ডিজাইন। ইউরোপীয় ডিজাইনে তৈরি গাড়িটিতে ব্যবহার করা হয়েছে জাপানি প্রযুক্তি। বাজারে ছাড়ার দুই বছরের মধ্যেই এক লাখ সুইফট গাড়ি বিক্রি হয়ে যায় ভারতে।
২০০৮ সালে দুই লাখ, ২০০৯ সালে তিন লাখ, ২০১০ সালে পাঁচ লাখ এবং ২০১৩ সালে ১০ লাখ গাড়ি বিক্রি করে মারুতি সুজুকি। এ বছর আরো তিন লাখ গাড়ি বিক্রি করে ১০ বছরে একটি মডেলের ১৩ লাখ গাড়ি বিক্রির রেকর্ড করল মারুতি সুজুকি।
ভারতে মারুতি সুজুকির নির্বাহী পরিচালক আর এস কালসি বলেন, ‘এ ধরনের বিক্রি আমাদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। ভারতের অটোমোবাইল ক্ষেত্রে এটি একটি নতুন মাইলফলক। এই ১০ বছরে সুইফট নিয়ে আমরা নানা রকম কাজ করেছি। এর ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিংয়ে পরিবর্তন আনা হয়েছে সময়ের সাথে মিলিয়ে।’
ভারতের বাজারে একই প্রযুক্তি এবং দামের মধ্যে যেসব গাড়ি রয়েছে সেগুলোর মধ্যে সুইফট সবচেয়ে বেশি তেলসাশ্রয়ী বলে দাবি মারুতি সুজুকির। ভারতের সাড়ে পাঁচ লাখ থেকে সাড়ে সাত লাখ রুপিতে পাওয়া যায় মারুতি সুজুকি সুইফট।