অকারণে রিকশাচালককে মারধর, একজন আটক
রাজধানীর ধোলাইখাল এলাকায় এক রিকশাচালককে বিনা কারণে মারধরের ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে পুরান ঢাকার লালমোহন সাহা স্ট্রিটের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
বিকেলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি রিকশায় উঠেই চালকের ওপর চড়াও হন। ধোলাইখাল এলাকা থেকে লোকটি কিছু না বলেই রিকশায় উঠে পড়েন এবং চালককে টিপু সুলতান রোডে যাওয়ার জন্য হুকুম দেন। কিন্তু বৃষ্টিতে ভেজায় রিকশাচালক তখন যেতে চাচ্ছিলেন না। যাত্রীকে তিনি অন্য একটি রিকশায় যেতে বলেন। কিন্তু লোকটি তার রিকশাতেই যেতে চান। একপর্যায়ে ওই ব্যক্তি চালককে গালি দিতে থাকেন এবং তার মাথায় ও গালে জোরে জোরে আঘাত করতে থাকেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনাটি স্থানীয় আলী আজম নামে এক ব্যক্তি পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংকে জানান। এর পরপরই মিডিয়া উইং থেকে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়।
এর পরিপ্রেক্ষিতে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ও সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) স্নেহাশীষ রায়ের প্রচেষ্টায় দুদিন ধরে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অবশেষে আজ বিকেলে তাকে আটক করা হয়।
আটক ওই ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।