অগ্নিদগ্ধ হয়ে নিহত ২ শিশুর মা গ্রেপ্তার
মাদারীপুরে তালাব্ধ ঘরে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া দুই শিশুর পলাতক মা পূর্ণিমাকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকার কাকরাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানিয়েছেন, উপপরিদর্শক (এসআই) তন্ময় মণ্ডলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল পূর্ণিমাকে গ্রেপ্তার করে। পরে সন্ধ্যায় তাঁকে সদর মডেল থানায় নিয়ে আসে তারা।
এর আগে গতকাল সোমবার দগ্ধ হয়ে মারা যাওয়া শিশু মিঠু ও মানবের চাচি রত্মা রানী সদর থানায় মামলা করেন। নিহত দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
উল্লেখ্য, গতকাল সোমবার সকালে মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামে তালাবদ্ধ ঘরে ঘুমন্ত অবস্থায় শিশু দুটি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এ ঘটনার পর থেকে পলাতক ছিলেন তার মা ও নানি।