অগ্নিদগ্ধ হয়ে ২ সন্তানসহ মায়ের মৃত্যু
নাটোররে বড়াইগ্রামে ঘরে অগ্নিকাণ্ডে দুই সন্তানসহ সোমা আক্তার নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়ছে। আজ মঙ্গলবার (৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আশংকাজনক অবস্থায় সোমা আক্তারের স্বামী ওলি বক্সকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সদ্দিকি জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে বড়াইগ্রাম উপজেলার খোকসা গ্রামরে বাসচালক ওলি বক্স তাঁর স্ত্রী সোমা আক্তার, ১০ বছর বয়সী মেয়ে ওমিয়া এবং পাঁচ বছর বয়সী ছেলে ওমরকে সঙ্গে নিয়ে নিজেদের টিনশেড ঘরে
ঘুমিয়ে ছিলেন। আকস্মকি ভাবে পূরো ঘরে আগুন লেগে যায়। এতে ঘরের ভেতরেই পুড়ে ওই তিন জনের মৃত্যু হয়। ঝলসতি অবস্থায় উদ্ধার করা হয় ওলিকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘরে থাকা গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণের কারণে আগুনের তীব্রতা বেড়ে যায় বলে ধারণা বড়াইগ্রাম সার্কেলের অতরিক্তি পুলিশ সুপার শরীফ আল রাজিবের।