অতিবৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরা শহরসহ নিম্নাঞ্চল
২৪ ঘণ্টার টানা অতিবৃষ্টির পানিতে তলিয়ে গেছে সাতক্ষীরার সব নিম্নাঞ্চল। শহরের বাড়িঘরেও পানি ঢুকে পড়েছে। রাস্তাঘাট তলিয়ে পানি থই থই করছে। মাছের ঘের ভেসে গেছে এবং সব বীজতলা পানির নিচে তলিয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সাতক্ষীরায় ১৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই সময়ের মধ্যে সাতক্ষীরা পৌর এলাকা ছাড়াও পাশের সব উপজেলার খালবিল পানিতে সয়লাব হয়ে গেছে।
সাতক্ষীরা শহরের কামালনগর, ইটাগাছা, খড়িবিলা, বদ্যিপুর কলোনি, মাগুরা তালতলা, সরকারপাড়া এখন পানির নিচে। রাস্তাঘাট তলিয়ে পানি থই থই করছে। পানি ঢুকেছে শহরের শিশু হাসপাতাল, কালেক্টরেট চত্বর, পুলিশ লাইন্স ও বিজিবির জেলা সদর দপ্তরেও। এ ছাড়া ফায়ার সার্ভিস এলাকা, সদর উপজেলা পরিষদ এলাকাও এখন পানির নিচে।
শহরে মানুষের বসতবাড়িতেও বৃষ্টির পানি ঢুকে পড়েছে। এসব পানি নিষ্কাশনের পথ না থাকায়, তা জলাবদ্ধতায় রূপ নিচ্ছে। আরও বৃষ্টি হলে ভয়াবহ আকার ধারণ করবে।
টানা অতিবৃষ্টির পানিতে তলিয়ে গেছে বেতনা তীরবর্তী বিল মাছখোলা, বিল শ্যাল্যে, বিনেরপোতার বিল, রাজনগরের বিল, ছাগলার বিলসহ কমপক্ষে ১০টি বিল। এ ছাড়া শ্যামনগর, আশাশুনি ও তালা এলাকার গ্রামে গ্রামে পানি ঢুকেছে। এতে মানুষের অবর্ণনীয় দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সাতক্ষীরার প্রাণসায়ের খাল ও বেতনা নদী বৃষ্টির অতিরিক্ত পানি টানতে পারছে না। শহরের সব নর্দমা পানিতে ডুবে গেছে।
বৃষ্টির পানিতে ভেসে গেছে শত শত বিঘা চিংড়িঘের। নষ্ট হয়েছে সবজিক্ষেত। এ ছাড়া বীজতলাগুলো তলিয়ে রয়েছে পানিতে।