অতি মুনাফার লোভে জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয় : শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে সব সহায়তা করবে সরকার। কিন্তু খেয়াল রাখতে হবে অতি মুনাফার লোভে যেন জনগণ ক্ষতিগ্রস্ত না হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। একইসঙ্গে দেশের অর্থনৈতিক মুক্তির জন্য সরকার ও ব্যবসায়ীদের এক যোগে কাজ করে যেতে হবে।
শিল্পমন্ত্রী আরো বলেন, ‘শেখ হাসিনা স্বপ্ন দেখেন এবং স্বপ্ন দেখান। সেইসঙ্গে স্বপ্ন বাস্তবায়ন করেন। এই সরকার ব্যবসায়ীবান্ধব সরকার।’
গতকাল শনিবার রাতে নরসিংদীতে ড্রিম হলি ডে পার্কে জেলা চেম্বার অব কমার্সের উদ্যোগে আয়োজিত শিল্পমন্ত্রীর সংবর্ধনায় ও নবনির্বাচিত পরিষদের অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘আমরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবো না। আমরা যেভাবে বেড়ে উঠেছি, হিন্দু মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে মিলেমিশে, এটা আমাদেরকে ধরে রাখতে হবে। যারা অতিধার্মিক তাদের প্রতি খেয়াল রাখতে হবে। অতিভক্তি চোরের লক্ষণ। অন্ধ সমাজ থাকবে না, আলোকিত সমাজ গড়তে হবে। হলি আর্টিজান হামলার ফলে যে বড় বড় রাষ্ট্রগুলো যারা আমাদের উন্নয়নের অংশীদার তারা যাতে আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় সেজন্য এটা করা হয়েছে। উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারাই এটা ঘটিয়েছে।’
নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি আলী হোসেন শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, এফবিসিসিআইয়ের পরিচালক ও ড্রিম হলি ডে পার্কের স্বত্বাধিকারী প্রবীর কুমার সাহা, জজ ভূইয়া গ্রুপের ব্যাপস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ফায়জুর রহমান ভূইয়া জুয়েল, মাধবদী পৌর মেয়র মোশারফ হোসেন প্রধান মানিকসহ শীর্ষস্থানীয় রাজনীতিক ও ব্যবসায়ী।
অনুষ্ঠান শেষে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের হাতে ক্রেস্ট তুলে দেন চেম্বারের সভাপতি আলী হোসেন শিশির। পরে চেম্বারের পক্ষ থেকে সিআইপি ও সেরা করদাতাদেরকে ক্রেস্ট দেওয়া হয়।