অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানা
নীলফামারীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা গ্রামের সরঞ্জাবাড়ি এলাকায় এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। এ সময় মণিভূষণ রায় (৫০) নামের ওই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই-আলম সিদ্দিকী।
মণিভূষণ রায় জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের কালকেওট গ্রামের বাসিন্দা।
ইউএনও নূর-ই-আলম সিদ্দিকী জানান, অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ওই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।