অবৈধ বালু উত্তোলনকারীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত
খাগড়াছড়ির পেরাছড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে অবৈধ বালু উত্তোলনকারীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষায় পুলিশ আট রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় বালুবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন জানান, জেলা সদরের পেরাছড়া এলাকায় চেঙ্গী নদী থেকে একটি সংঘবব্ধ দল বালু উত্তোলন করছে-এমন সংবাদে আজ বুধবার বেলা ১১টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (রাজস্ব) মো. সাঈদ মোমেন মজুমদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামা নন্দ কুণ্ড ও তিনিসহ অভিযানে যান। এ সময় বালু উত্তোলনকারী পালিয়ে যায়।
এরপর বিকেল আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালত বালুভর্তি একটি ট্রাক জব্দ করেন। ট্রাকটি জব্দ করতে গেলে ১৫ থেকে ২০ জন লোক লাঠিসোটা নিয়ে ভ্রাম্যমাণ আদালতে ওপর হামলা চালায়। হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। পুলিশ আত্মরক্ষার্থে এ সময় আট রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’